• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ম্যাচে চালকের আসনে ভারত

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৪:৩৬
স্পোর্টস ডেস্ক

প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরু থেকেই ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত৷ প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ক্যারিবিয়ান শিবিরের তিনটি উইকেট তুলে নিয়ে চালকের আসনে টিম ইন্ডিয়া৷

বোলিং লাইনআপে একটিমাত্র বদল ঘটিয়ে দ্বিতীয় টেস্টে দল নামায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ তবে আপাতদৃষ্টিতে বদলটা সুখের হয়নি৷ মহম্মদ শামির পরিবর্তে টেস্ট ক্যাপ হাতে পাওয়া শার্দুল ঠাকুর অভিষেক ম্যাচের প্রথম দিনে মাত্র ১০টি বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন৷

সম্পর্কিত খবর

    যদিও তার অভাব টের পেতে দেননি ভারতীয় স্পিনাররা৷ দুই ওপেনার কায়রন পাওয়েল ও ক্রেগ ব্রাথওয়েটকে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন অশ্বিন-কুলদীপ জুটি৷ পরে উমেশ যাদব শাই হোপকে আউট করার পরেই লাঞ্চ ব্রেক ঘোষণা করেন আম্পায়াররা৷ আপাতত প্রথম দিনের লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা৷

    টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দিনের প্রথম আধ ঘণ্টা সতর্ক হয়ে ব্যাট করে৷ তবে ভারত দু’প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শুরু করলে অস্বস্তিতে পড়ে ক্যারিবিয়ান ওপেনাররা৷ পাওয়েল কার্যত সেট হয়েও উইকেট দিয়ে আসেন অশ্বিনকে৷ ২২ রান করে জাদেজার হাতে ধরা পড়েন তিনি৷ ৩০ বলের ইনিংসে ৪টি চার মারেন পাওয়েল৷

    শাই হোপের সঙ্গে জুটি বেঁধে ব্রাথওয়েট আরও কিছুক্ষণ ব্যাট করলেও হাত খোলার সুযোগ পাননি৷ শেষে ৬৮ বলে ১৪ রান করে কুলদীপের বলে এলবিডব্লু হন তিনি৷ লাঞ্চের ঠিক আগে হোপ এলবিডব্লু হন উমেশের বলে৷ ক্রিজ ছাড়ার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৩৬ রান করেন তিনি৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close