• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হারলেও ফাইনালের সুযোগ থাকবে মাশরাফিদের

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৬ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৫
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। যার কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা - মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ যদি আফগানদের কাছে বাংলাদেশ হেরে যায় তাহলে কি মাশরাফিদের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে, না শেষ হবে না বরং বাংলাদেশ দলকে মেলাতে হবে অনেক সমীকরণ।

আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পাশাপাশি দিনের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায় আর ভারতের বিপক্ষে পরের ম্যাচেও যদি আফগানিস্তান হেরে যায় তাহলেই ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ।

সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের। তাহলে টানা তিন জয়ের ফলে সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত। আর বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে সমান। ফলে এই তিন দলের মধ্যে রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

আবার আজ যদি আফগানদের সাথে হেরে যায় বাংলাদেশ এবং পাকিস্তানও যদি জয় পেয়ে যায় তাহলে আজই বিদায় নিশ্চিত হবে মাশরাফিদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হবে শুধু মাত্র নিয়মরক্ষার ম্যাচ।

এত সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের জন্য হবে চ্যালেঞ্জ। তাই সব সমীকরণকে পেছনে ফেলে আফগানদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

/এস কে

ফাইনাল,সুযোগ,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close