• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

৫০০-র ক্লাবে ইব্রাহিমোভীচ (ভিডিও)

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫১
স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির এক্সক্লুসিভ ক্লাবে নাম লেখালেন জালাটন ইব্রাহিমোভিচ। দেশ ও ক্লাব মিলিয়ে ৫০০টি গোল করলেন এই সুইডিশ তারকা। এই মুহূর্তে সক্রিয় ফুটবলারদের মধ্যে রোনালদো ও মেসির পরেই ৫০০ গোলের মালিক হলেন ইব্রা।

বিস্ময় গোলের ক্ষেত্রে সুইডেনের রাজপুত্র ইব্রার নামই প্রথমে আসে। ইতিহাস সাক্ষী আছে ইব্রার দুরন্ত সব অ্যাথলেটিক গোলের। এলএ গ্যালাক্সির জার্সিতে টরেন্টো এফসি-র বিরুদ্ধেও করলেন অনবদ্য একটি গোল। ফুটবলের পরিভাষায় রাউন্ড হাউস কিকে গোলটি এল তাঁর। গোলকিপার অ্যালেক্স বোনোর কোনও উপায় ছিল না ইব্রাকে আটকানোর। এরই সঙ্গে গ্যালাক্সির জার্সিতে ১৮ ম্যাচে ইব্রার ১৭টি গোল করা হয়ে গেল।

সম্পর্কিত খবর

    মালমো এফএফ, আজাক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, এফসি বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সাঁ জাঁ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলে ইব্রা এখন মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন এলএ গ্যালাক্সির হয়ে। সব ক্লাব মিলিয়ে ৭৪৭টি ম্যাচ খেলেছে ৪৩৮টি গোল করেছেন ইব্রা। সুইডেনের জার্সিতে ১১৪টি ম্যাচ খেলে করেছেন ৬২টি গোল। চার বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানিয়ে ছিলেন সে দেশের সর্বকালের সর্বোচ্চ স্কোরার। কিন্তু ক্লাব ফুটবলে এখনও ফুল ফোটাচ্ছেন ৩৬ বছরের স্ট্রাইকার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close