• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জরিমানা গুনলেন সেরেনা

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৮
স্পোর্টস ডেস্ক

রোববার ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। সেদিন সেরেনাকে ৬-২, ৬-৪ সেটের ব্যবধানে হারায় জাপানের এই তরুণী।

খেলার মাঝে আম্পায়ারের উপর চটে যান সেরেনা উইলিয়ামস। ম্যাচের নিয়ম ভাঙ্গার কারণে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে আম্পায়ার কার্লোস রামোস সতর্ক করেন। এতে উল্টো আরো ক্ষেপে যান যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

সেরেনা প্রথম সেটে হারার পর রাগ ঝাড়লেন নিজের র‍্যাকেটের উপর। মাটিতে ছুড়ে ফেলায় নাওমিকে এক সেট পেনাল্টি দেন আম্পায়ার। এতে আম্পায়ারকে উদ্দেশ্য করে সেরেনা বলেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কারণ আমি আপনাকে চোর বলছি? আপনি আমার থেকে এক পয়েন্ট চুরি করেছেন? কিন্তু আমি চোর নই। আমি আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি রেফারি চাই, চোর না।

ম্যাচ চলাকালীন তিনটি অপরাধের জের ধরে সেরেনাকে শাস্তি দেয়া হয়। যার কারণে ১৭ হাজার ডলার জরিমানা গুনতে হয় এই আমেরিকান টেনিস তারকাকে।

/এস কে

জরিমানা,সেরেনা উইলিয়ামস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close