• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চেয়ার আম্পায়ারকে চোর বললেন সেরেনা

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৫
স্পোর্টস ডেস্ক

সপ্তমবারের জন্য যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হতে পারেননি সেরেনা উইলিয়ামস। জাপানের তরুণ তুর্কী নাওমি ওসাকার কাছে হেরে সেরেনার ২৪ নম্বর গ্র্যান্ড স্লাম ছুঁয়ে দেখা হলোনা। সেরেনাকে ৬-২, ৬-৪ স্ট্রেইট সেটে হারিয়েছেন নাওমি। টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সেরেনার জন্য শনিবাসরীয় ফ্লাশিং মিডোতে শুধুই পরাজয় লেখা ছিল না, ছিল বিতর্ক, অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্বও। সেরেনার বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগও। মার্কিনি পাওয়ার হিটারের পাল্টা দিলেন টেনিসে লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে।

সম্পর্কিত খবর

    জেনে নেওয়া যাক ফাইনালে আর্থার অ্যাশে স্টেডিয়ামে ঠিক কী হয়েছিল সেরেনার সঙ্গে! এদিন চেয়ার আম্পায়ার কার্লোস র‍্যামোস লক্ষ্য করেন যে, দ্বিতীয় সেট চলাকালীন প্লেয়ার বক্স থেকে সেরেনার কোচ প্যাট্রিক মৌরেতাগলৌ কিছু পরামর্শ দেওয়ার জন্য কিছু একটা ইঙ্গিত করছিলেন সেরেনাকে। আর এটাই র‍্যামোসের কাছে প্রতারণা। এরপর আরও একটি কারণে ক্ষোভের বশে সেরেনা কোর্টে নিজের র‍্যাকেট ভেঙে ফেলেন। যার জেরে নাওমিকে একটি পয়েন্ট পেনাল্টি হিসেবে দেন চেয়ার আম্পায়ার। খেলার মাঝে সেরেনা-র‍্যামোসের বাকবিতণ্ডা চরমে পৌঁছায়। সেরেনা আম্পায়ারকেই চোর ও মিথ্যাবাদী বলে বসেন। সঙ্গে এও জানিয়ে দেন যে, সেরেনা খেললে তিনি কোনওদিন আম্পায়ারের চেয়ারে বসতে পারবেন না। ডকেট পয়েন্ট কাটাতেই সেরেনা ক্ষোভ উগড়ে দেন। সেরেনার বিরুদ্ধে মৌখিক ভাবে অপমান করার অভিযোগও আনেন র‍্যামোস।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close