• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে আমেরিকা ও জাপানের লড়াই

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬
স্পোর্টস ডেস্ক

মেজর টুর্নামেন্টে বড় কোনও সাফল্য না থাকলেও দু’জনের তুলনামূলক কেরিয়ার গ্রাফকে সমান্তরাল বলা যাবে না কখনই৷ সাম্প্রতিক ধারাবাহিকতা ও ঘরোয়া পরিবেশে খেলতে জাপানি তারকা নাওমি ওসাকার থেকে এগিয়ে ছিলেন আমেরিকার ম্যাডিসন কিজ৷ তাছাড়া মার্কিন তারকা গতবারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালিস্ট৷

কার্যত আন্ডারডগ হিসাবে কোর্টে নেমে ফ্লাশিং মেডোয় বিস্ফোরণ ঘটালেন জাপানি তারকা৷ সেমিফাইনালে ম্যাডিসনকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ওসাকা৷

সম্পর্কিত খবর

    অন্যদিকে সেরেনা উইলিয়ামসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে চলতি যুক্তরাষ্ট্র ওপেনে৷ স্বভাবসূলভ আগ্রাসনে তিনি শেষ চারের লড়াইয়ে উড়িয়ে দিলেন লাটভিয়ান তরুণী অ্যানাস্তাশিয়া সেবাস্তোভাকে৷ সুতরাং চলতি যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে আরও একবার আমেরিকা বনাম জাপানের দ্বৈরথ অনুষ্ঠিত হতে চলেছে৷

    চলতি ইউএস ওপেনের আগে গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসে ওসাকার সাফল্য বলতে এবছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রি-কোয়ার্টার৷ অন্যদিকে ম্যাডিসন কিজ গতবছর যুক্তরাষ্ট্র ওপেনে রানার্স আপ হওয়া ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন একবার করে৷ উইম্বলজনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন একবার৷

    স্বাভাবিকভাবেই পাল্লা ভারি ছিল মার্কিন তারকার দিকেই৷ তবে সেমিফাইনালের লড়াইয়ে ছবিটা সম্পূর্ণ বদলে দেন ওসাকা৷ মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিটে ম্যাডিসনকে ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন তিনি৷

    অপর সোমিফাইনালে সোবাস্তোভার বিরুদ্ধে আরও অনায়াসে জয় তুলে নেন সেরেনা৷ তিনিও ১ ঘণ্টা ২৫ মিনিট লড়াই চালান কোর্টে৷ তবে মাচের ফল উইলিয়ামসের অনুকূলে ৬-৩, ৬-০৷ বলাবাহুল্য, ফাইনালে ওসাকার বিরুদ্ধে সব দিক দিয়ে এগিয়ে থাকবেন সেরেনা৷ তবে সেমিফাইনালের মতো ফাইনালেও ওসাকা অঘটন ঘটাতে পারেন কিনা, সেটাই এখন দেখার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close