• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফ্রান্স যাচ্ছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৩
স্পোর্টস ডেস্ক

দুই বছরের স্কলারশিপ নিয়ে ফ্রান্স যাচ্ছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ফ্রান্স রওয়ানা হবেন।

টোকিও-২০২০ অলিম্পিক গেমস সামনে রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বিভিন্ন দেশের বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের স্কলারশিপ দিচ্ছে উন্নত প্রশিক্ষণের জন্য। তারই ধারাবাহিকতায় স্কলারশিপ নিয়ে ফ্রান্স যাবেন বাংলাদেশ নৌবাহিনীর এ সাঁতারু।

আরিফের সব খরচই বহন করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০২০ সালে অলিম্পিক গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। আরিফুল অলিম্পিক গেমসের আগ পর্যন্ত সেখানে অনুশীলন করবেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার বলেছেন, সামনে আমাদের সাউথ এশিয়ান গেমস আছে। এ ধরনের যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরিফ অংশ নিলে দেশে ফিরতে পারবেন।

/অ-ভি

ফ্রান্স,বাংলাদেশ,সাঁতারু,আরিফুল,স্কলারশিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close