• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে ফেডেরার

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৫
স্পোর্টস ডেস্ক

ঝড়ের গতিতে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে পৌছে গেলেন রজার ফেডেরার৷ দ্বিতীয় রাউন্ডের হার্ডলে দ্বিতীয় বাছাই সুইস তারকা স্ট্রেট সেটে উড়িয়ে দেন অবাছাই ফরাসি তারকা বেনোয়িত পায়ারকে৷

১ ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে ফেডেরার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নেন ৭-৫, ৬-৪, ৬-৪ সেটে৷ তৃতীয় রাউন্ডে রজারের সামনে তুলনায় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে৷ তাঁকে মুখোমুখি হতে হবে ৩০ তম বাছাই অজি তারকা নিক কির্গিয়সের, যাঁকে স্বয়ং ফেডেরার ‘ভবিষ্যতের তারকা’ বলে দরাজ সার্টিফিটেক দিয়েছেন একদা৷

সম্পর্কিত খবর

    এর আগে জাপানের য়োশিহিতো নিশিয়োকার বিরুদ্ধে প্রথম রাউন্ডের লড়াইয়ে নেমেছিলেন ফেডেরার৷ আনকোরা জাপানি প্রতিপক্ষকে যথারীতি ৬-২, ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে বিধ্বস্ত করেন রজার৷

    ফেডেরার ছাড়াও ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ষষ্ঠ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ৷ যদিও অবাছাই মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সেট হারতে হয়েছে জোকারকে৷ ২ ঘণ্টা ৪৬ মিনিটের লড়াইয়ে নোভাক ৬-১, ৬-৩, ৬-৭ (২/৭), ৬-২ সেটে পরাজিত করেন টেনিস স্যান্ডগ্রেনকে৷ তৃতীয় রাউন্ডে জকোভিচ খেলতে নামবেন ফরাসি তারকা রিচার্ড গ্যাসকোয়েটের বিরুদ্ধে৷

    দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন ছেলেদের চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ৷ ফ্রান্সের নিকোনাস মাহুতকে ৬-৪, ৬-৪, ৬-২ সেটে পরাস্ত করে জার্মান তারকা৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close