• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেয়েরা চ্যাম্পিয়ন হলে একটি করে ‘ফ্রিজ’ উপহার দেবে ওয়ালটন

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক

ভারত ও বাংলাদেশ ক্রিকেট ম্যাচ খেললে ভারত ফেভারিট। ফুটবল খেললে সেখানেও ভারত ফেভারিট। ক্রিকেট-ফুটবল নয় যেকোনো খেলায় বাংলাদেশের বিপক্ষে ভারত ফেভারিট। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে ভারত নয়, ফেবারিট বাংলাদেশ। ফেবারিটের তকমা গায়ে নিয়েই

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরের মতো এবারও সেরার মুকুট মাথায় পরতে দৃঢ় প্রতিজ্ঞ অদম্য মেয়েরা। মাঠের লড়াইয়ের আগেই নারী ফুটবলারদের উৎসাহ দিতে এরই মধ্যে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ‘ওয়ালটন’।

বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে পুরো দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি করে রেফ্রিজারেটর উপহার দেওয়া হবে।

এদিকে, ফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুত বাংলাদেশের কিশোরীরা। ফাইনালকে সামনে রেখে শুক্রবার সকালে চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা ৩৯ মিনিট রিকভারি ট্রেনিং করে এরপর অনুশীলন করে। দলের সবাই সুস্থ্য আছে। শারীরিক ও মানসিকভাবে ফিট আছে। প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন ও টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর থমাস পল স্মলি বাংলাদেশ দলের খেলোয়াড়দের নানাভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করছেন।

ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের কিশোরীরা। তারা জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছে না।

এ বিষয়ে অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘এটা আমাদের ফাইনাল ম্যাচ আমরা প্রস্তুত। সবাই প্রতিজ্ঞা করেছি ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে খেলব। যাতে ভারতের বিপক্ষে জয় পাই এবং শিরোপা জিততে পারি। ভারতকে শুরু থেকেই চাপে রেখে খেলার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব গোল আদায় করে নিব। যদিও ভারত ভালো দল এবং তাদের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনাল ম্যাচ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা অক্ষুন্ন রেখে দেশে ফেরা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যাতে শিরোপা জিততে পারি।’

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৪-০ ব্যবধানে জয় পায়। এরপর নেপালের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে। তিন ম্যাচে বাংলাদেশ ২২ গোল করেছে। বিপরীতে একটি গোলও খায়নি। ফাইনালেও কী বাংলাদেশ তাদের স্কোরশিট ক্লিন রাখতে পারবে?

প্রসঙ্গত, সাফ অনূর্ধ্ব-১৫ এর দ্বিতীয় আসরে বাংলাদেশ দলের টিম স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এর আগে ওয়ালটন ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও হংকং সফরেও তাদের পৃষ্ঠপোষকতায় ছিল।

-একে

ওয়ালটন,নারী,সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close