• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রে স্কুলজীবন শুরু সাকিব কন্যার

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৮:৪৯
স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের কন্য আলাইনা হাসান অব্রির জন্ম ২০১৫ সালের ৯ নভেম্বর। দেখতে দেখতে অব্রির বয়স ২ বছর ৯ মাস। শিক্ষা জীবন শুরু হয়েছে তার।

সাকিব-শিশিরের কন্যাকে যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ছিল অব্রির স্কুলের প্রথম দিন। শুধু অব্রির নয় সাকিব-শিশিরের জীবনেরও এটি একটি স্মরণীয় মুহূর্ত।

সাকিব পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবে। শিশির ছিলেন অব্রির সঙ্গেই। স্কুলের প্রথম দিনটি হেসে-খেলে আর ঘুরে বেড়িয়েই কাটিয়েছে অব্রি। মূলত, প্রথম শ্রেণীর মূল ধারার পড়াশুনা শুরুর আগে বাচ্চাদের স্কুলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই প্রি-স্কুলের ব্যবস্থা আছে বিশ্বের অনেক দেশেই।

এসব স্কুলের বাচ্চারা মুখে মুখে অক্ষর চিনে নেয়। ছড়া বলা, রং চেনার কাজটাই এখান থেকে শিখিয়ে দেয়া হয়। এর পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার দিকেও নজর দেয়া হয় সুস্থ থাকার জন্য।

এমনই একটি স্কুলে যেতে শুরু করেছে সাকিব-শিশিরের কন্যা। আর প্রি-স্কুলে অব্রির প্রথম দিনের এই ভালোলাগার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতেও ভুললেন না শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অব্রির প্রথম দিনের স্কুলের ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “স্কুলের প্রথম দিন #আমার মেয়ে #দ্রুত বড় হচ্ছে #মাশাআল্লাহ #প্রিস্কুলার।”

/এস কে

স্কুলজীবন,সাকিব কন্যা,সাকিব-শিশির
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close