• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফাইনালের দিকে তাকিয়ে বাংলাদেশের কিশোরীরা

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৪:১০
স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা হতে বাংলাদেশ অল্প দূরে দাঁড়িয়ে আছে। দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশের কিশোরীরা।শিরোপা হাতে তুলে নিতে আর মাত্র দুটি জয় প্রয়োজন। প্রথমটি বৃহস্পতিবার সেমিফাইনাল। আর তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে ।

দক্ষিণ এশিয়ার মেয়েদের এ টুর্নামেন্টে বাংলাদেশ এখন একটি আলোচিত নাম। গত ডিসেম্বরে ঘরের মাঠে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে সামনেএগিয়ে যাচ্ছে। কোনো দলই আটকাতে পারছে না বাংলাদেশের কিশোরীদের।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও ভুটান মুখোমুখি হবে। এবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে শিরোপার লড়াই হবে। গ্রুপ পর্বের পারফরম্যান্স দেখে বাংলাদেশ-ভারতকেই ফাইনালের দুই দলে এগিয়ে রাখছেন সবাই।

    ডিসেম্বরে সাফ জয়ের পর এ বছর মার্চে হংকংয়ের আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী ফুটবল থেকে আরেকটি শিরোপা জয়ের আশায় বাফুফে ।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close