• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ফেসবুকের মাধ্যমে ভক্তদের কোহলির বার্তা

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১২:৩৫ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:৩৯
স্পোর্টস ডেস্ক

তিনি ব্যথিত তিনি হতাশ। কিন্তু তিনি হাল ছেড়ে দিতে রাজি নন। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিয়ে সেই প্রতিশ্রুতি দিয়ে দলের ওপর ভরসা রাখার আবেদন জানালেন বিরাট কোহলি।

চলতি সফরে বার্মিংহামে হারের পরে লর্ডসে দ্বিতীয় টেস্টে আরও শোচনীয় ভাবে হার। শনিবার থেকে তৃতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হারতে হবে তাঁদের। এ দিকে কোহলিকে পিঠের ব্যথা ভোগাচ্ছে। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন ভারত অধিনায়ক। সেই জন্যই ফেসবুকে ভক্তদের এক আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। তাতে কোহলি লিখেছেন, ‘‘কখনও আমরা জিতি। অন্য সময় শিখি। আমাদের উপর থেকে আস্থা হারাবেন না। আমরাও সব সময় আপনাদের উপর আস্থা রেখে যাব। এগিয়ে যেতে হবে।’’

সম্পর্কিত খবর

    লর্ডসে হারের পরে কোহলি বলেছিলেন, ‘‘আমরা যা যা ভুল করেছি, সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। আর সেই শিক্ষাগুলোই আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।’’ শনিবার টেস্ট শুরু হলে বোঝা যাবে, সেই ভুলগুলো শুধরে নিতে পারলেন কি না ভারতীয় ব্যাটসম্যানেরা।

    ভারতীয় ব্যাটিংয়ের প্রবল সমালোচনা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জেফ্রি বয়কট। চলতি ইংল্যান্ড সফরে ০-২ পিছিয়ে থাকা ভারতীয় দলের ব্যাটিং নিয়ে ব্রিটিশ মিডিয়ায় নিজের কলামে বয়কট লিখেছেন, ‘‘সিরিজে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেটারেরা তাদের সমর্থকদের হতাশই করে চলেছে। ভারতের ব্যাটিং ভীষণ কাঁচা, দায়িত্বজ্ঞানহীন। প্রায় নির্বোধের মতো ব্যাটিংই বলা যায়। আউট সুংইয়ের ফাঁদে পড়ে যে ভাবে ড্রাইভ করতে ব্যাট বাড়িয়ে দিচ্ছে তা চিন্তা-ভাবনা না করে খেলার লক্ষণ।’’ বয়কট আরও বলেছেন, ‘‘সোজাসুজি আসা আউট সুইং‌ মিডউইকেটের দিকে মারতে গিয়ে ব্যাটসম্যানের বোল্ড হয়ে যাওয়া বা স্লিপে ক্যাচ দিয়ে বসাটা নির্বুদ্ধিতা। এই সময় প্যাড বাড়িয়ে সামনের দিকে শট নিয়ে যেতেই নেই।’’ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close