• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিশ্বকাপ ছাড়ার প্রস্তাব ছিল, স্বীকারোক্তি বিশ্বজয়ী অধিনায়কের

প্রকাশ:  ০৩ আগস্ট ২০১৮, ১১:৫৪
স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আর ‘ম্যাড ম্যাক্স’ অরবিন্দ ডি’ সিলভার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার ভয়ঙ্কর অভিযোগ আনলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন সভাপতি থিলান সুমাথিপালা। তার আনা অভিযোগ অস্বীকার করেছেন অর্জুনা রানাতুঙ্গা ও ডি সিলভা।

সুমাথিপালার অভিযোগ ছিল, ১৯৯৪ সালে লখনউ টেস্ট ছাড়ার জন্য অর্জুনা রানাতুঙ্গা আর ডি সিলভা নাকি এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন।

ডি সিলভাকে সঙ্গে নিয়ে অর্জুনা রানাতুঙ্গা সাংবাদিক বৈঠকে বলেন, আমরা ঘুষ নেইনি। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িতও ছিলাম না।

দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আরও বলেন, বিশ্বকাপ ছেড়ে দিলে ১৫ মিলিয়ন ডলার পেতে পারতাম আমরা।

১৯৯৪ সালে ভারতের বিরুদ্ধে সেই টেস্টে ইনিংস ও ১১৯ রানে হার মেনেছিল শ্রীলঙ্কা। অর্জুনা রানাতুঙ্গা ও ডি সিলভার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। এর আগেও দুই বিখ্যাত তারকার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। তদন্তের পরে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল।

/অ-ভি

বিশ্বকাপ,প্রস্তাব,স্বীকারোক্তি,বিশ্ব,অধিনায়ক,শ্রীলঙ্কা,অর্জুনা রানাতুঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close