• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ড্রেসিং রুম পরিস্কার করল বাংলাদেশের ক্রিকেটাররা

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১২:০৭
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হারের পর নিজেদের ড্রেসিং রুম পরিষ্কার করে সারাবিশ্বে দারুন প্রশংসা কুড়িয়েছিল জাপান ফুটবল দল। এবারে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ক্রিকেট এ দল পরিষ্কার করলো নিজেদের ড্রেসিং রুম।

স্বচ্ছ দেশ হিসেবে জাপানিরা বরাবরই সারাবিশ্বে নিজেদের সুনাম কুড়িয়েছে। বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। বেলজিয়ামের বিপক্ষে হারের পর দলের খেলোয়াড়রা নিজেদের ড্রেসিং রুম পরিষ্কারের পাশাপাশি জাপানি সমর্থকরা পরিষ্কার করেছিলেন স্টেডিয়ামও। আর তাতে প্রশংসার পাশাপাশি উদ্বুদ্ধ করেছিলেন সারাবিশ্বের সমর্থকদেরই।

সম্পর্কিত খবর

    ফলে বিশ্বকাপে দেখা যায় আরও কয়েকটি দেশের সমর্থকরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন। তবে শুরুটা করেছিলেন জাপানি খেলোয়াড়রা তাদের ড্রেসিং রুম পরিষ্কার করে। আর এতে উদ্বুদ্ধ হয়েছেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররাও। আজ সিলেট থেকে ফেরার আগে নিজেদের ড্রেসিং রুম পরিষ্কার করে তাতে লিখে রাখেন থ্যাং কিউ সিলেট অর্থাৎ ধন্যবাদ সিলেট।

    ক্রিকেটারদের দারুন এই উদ্যোগের ছবিটি তোলেন সাবেক জাতীয় দল তারকা নাফিস ইকবাল। ক্রিকেটারদের দারুন এই উদ্যোগটি নিঃসন্দেহে সবার জন্য একটা উদাহরণ এবং প্রশংসার দাবিদার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close