• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ভিভের রেকর্ড ভেঙে দ্রুততম হাজার রান ফখরের

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৫:৪৪
স্পোর্টস ডেস্ক

ভিভ রিচার্ডসকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক এখন পাকিস্তানের ফখর জামান৷ ওয়ান ডে ক্রিকেটে হাজার রান করতে মাত্র ১৮ ইনিংস সময় নিয়েছেন বাঁ-হাতি ওপেনার৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচে ২০ রান করে হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ফখর ৷ এর আগে সবচেয়ে কম ইনিংসে হাজার রান হাঁকানোর নজির ছিল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের দখলে৷ ২১ ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন ভিভ৷ এছাড়াও ইংল্যান্ডের কেভিন পিটারসন, জোনাথন ট্রট ও দক্ষিণ আফ্রিকার কুন্টন ডি’কক ২১ ইনিংস হাজার রান হাঁকিয়েছেন৷

চলতি সপ্তাহটা যেন সোনার সময় ফখরের৷ ২০ জুলাই ইতিহাসের পাতায় প্রবেশ করেন পাক এই ব্যাটসম্যান৷ শচিন টেন্ডুলকার, রোহিত শর্মাদের সঙ্গে একই আসনে উঠে আসেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান৷ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান ফখর জামান৷ এর আগে পাকিস্তানের সাঈদ আনোয়ারের সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড ছিল৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ান ডে-তে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন জামান৷ ১৫৬ বলের ইনিংসে দু’ ডজন বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷

সম্পর্কিত খবর

    ফখর জামান বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে চলতি সপ্তাহে এই মাইলস্টোন ছুঁয়েছেন৷ তাঁর আগে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির নজির রয়েছে৷ শচিন, রোহিত, বীরেন্দ্র সেহওয়াগ, ক্রিস গেইল ও মার্টিন গাপ্তিলের৷ তবে সর্বাধিক তিনটি ডাবল সেঞ্চুরি এসেছে ভারতীয় ওপেনার রোহিতের ব্যাট থেকে৷ শুধু তাই নয়, ওয়ান ডে ক্রিকেটে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (২৬৪) রোহিতেরই দখলে৷

    একই দিনে ওপেনিং পার্টনার ইমাম-উল হকের সঙ্গে রেকর্ড পার্টনারশিপও গড়েন ফখর৷ ওপেনিং জুটিতে ৩০৪ রান যোগ করে বিশ্বরেকর্ড গড়েন দুই পাক ওপেনার জামান ও ইমাম৷ এটাই ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোর৷ এতদিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার দুই ওপেনার উপল থারাংগা ও সনৎ জয়সুরিয়ার৷ ২০০৬ হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ২৮৪ রান তুলেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার৷ এতদিন এটাই ছিল ওয়ান ডে ক্রিকেট সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ৷ কিন্তু শুক্রবার থারাংগা-জয়সুরিয়ার জুটিকে ছাপিয়ে প্রথম ওপেনিং জুটি হিসেবে ওয়ান ডে-র ইতিহাসে তিনশো রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছেন দুই পাক ব্যাটসম্যান জামান ও ইমাম৷ জামান ২১০ রানে অপরাজিত থাকলেও ১২২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন ইমাম৷

    ম্যাচে এক উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলেছিল পাকিস্তান৷ ৪০০ মাইলস্টোন থেকে মাত্র এক রান দূরে থেমে যায় পাক ইনিংস৷ এর আগে ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ছিল সাত উইকেটে ৩৮৫৷ ২০১০ ডাম্বুলায় বাংলাদেশের বিরুদ্ধে এই রান তুলেছিলেন পাক ব্যাটসম্যানরা৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close