• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফ্রান্সের কারোর হাতে ব্যালন ডি’ওর যাওয়া উচিৎ

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ০৯:৫৭
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রানার্সআপ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ। আর গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেন। সর্বোচ্চ গোল দেওয়ার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন ট্রফির সাথে আরেকটি পুরস্কার পেয়েছে ফ্রান্স। তা হলো সেরা উদীয়মান তারকার পুরস্কার। সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে।

ফ্রান্স দলের কেউ এবারের ব্যালন ডি’অর জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বকাপ জয়ী দলের কোচ দিদিয়ের দেশম।

লা ইকুইপে দেয়া সেই সাক্ষাৎকারে দেশম বলেন, আমি আশা করছি কোন ফ্রেঞ্চ খেলোয়াড় এই বছরের ব্যালন ডি’অর জিতবে। এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। যেহেতু এটা বিশ্বকাপের বছর তাই বিশ্ব চ্যাম্পিয়ন কারো হাতেই এটি (ব্যালন ডি’ওর) যাওয়া উচিৎ।

ব্যালন ডি’অর পুরষ্কারে মেসি-রোনালদোর একচ্ছত্র আধিপত্যের ব্যাপারে দেশম বলেন, আমরা অনেকবার দেখেছি মেসি-রোনালদোই ব্যালন ডি’অর জেতে। তারা যোগ্য হিসেবেই এটি জেতে। তারা দুজনই প্রথম-দ্বিতীয় হয়। মাঝে মাঝে নেইমারও থাকে। তবে আরও পেছনে।

/অ-ভি

ফ্রান্স,রাশিয়া,বিশ্বকাপ,ব্যালন ডি’ওর,দিদিয়ের দেশম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close