• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহম্মদ শামিকে আদালতে তলব

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ০৮:৫৭
স্পোর্টস ডেস্ক

বাধ্যতামূলক ইয়ো ইয়ো টেস্টে পাশ করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ফেরার দিনেই টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামিকে তলব করল আলিপুর আদালত৷ চেক বাউন্স মামলায় তারকা পেসারকে তলব করে আদালত৷

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে মহম্মদ শামির ঝামেলা নতুন মাত্রা পায় আদালতের সমনে৷ ভরণ-পোষণ বাবদ হাসিন জাহানকে দু’লক্ষ টাকার চেক দিয়েছিলেন শামি৷ যার মধ্যে ১ লক্ষ টাকার চেক বাউন্স হয়৷ এই বিষয়ে হাসিন আদালতের দ্বারস্থ হলে আগামী ২০ সেপ্টেম্বর শামিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আলিপুর আদালত৷

সম্পর্কিত খবর

    এর আগে কলকাতা পুলিশের ডাকে লালবাজারে এসেছিলেন শামি৷ ইডেনে আইপিএলের ম্যাচ খেলতে এসে কলকাতা পুলিশের সদর দফতরে হাজিরা দিয়েছিলেন ভারতীয় তারকা৷ শামির দাদার বিরুদ্ধেও কলকাতা পুলিশ সমন জারি করেছিল করেছিল৷ তাঁর বিরুদ্ধেও খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগ এনেছেন শামির স্ত্রী হাসিন জাহান৷

    শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও এনেছিলেন হাসিন৷ যার প্রেক্ষিতে বিসিসিআই প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তির বাইরে রেখেছিল তারকা ক্রিকেটারকে৷ তদন্তের পর বোর্ডের দূর্নীতি দমন শাখা ক্লিনচিট দেওয়ার পরেই শামিকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে নেয় বিসিসিআই৷

    সামিত ওভারের দল থেকে বাদ পড়লেও আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জাতীয় দলে নির্বাচিত হয়েছিলেম শামি৷ তবে ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে না পারায় তাঁর পরিবর্তে নবদীপ সাইনিকে দলে ঢুকিয়ে দেন জাতীয় নির্বাচকরা৷ পরে ফিটনেসে উন্নতি করে ইয়ো ইয়ো টেস্ট পাশ করেন শামি৷ তার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টের দলে শামিকে ফিরিয়ে আনে নির্বাচকরা৷ টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর শেষ হবে ১১ সেপ্টেম্বর৷ শেষ দু’টি টেস্টের দলে জায়গা ধরে রাখলে ইংল্যান্ড সফর থেকে ফিরে আলিপুর আদালতে হাজির হতে পারেন শামি৷

    .

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close