• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কোমর দোলালেন ক্রোট প্রেসিডেন্ট

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১০:৫৪
স্পোর্টস ডেস্ক

কোলিন্দা গ্রাবার কিটারোভিচ নামটার সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছে সারা বিশ্ব৷ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ছাড়াও একজন ফুটবল ফ্যান হিসেবে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছেন কিটারোভিচ৷ বিশ্বকাপে একটিও ম্যাচ না-হেরে ফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার৷

প্রায় ৬০০০ কিমি দূর থেকে উড়ে এসে সেমিফাইনালে দেশের সমর্থনে গ্যালারি বসে গলা ফাটিয়েছেন ৫০ বছর বয়সি ক্রোট প্রেসিডেন্ট৷ মদ্রিচদের সেমিফাইনাল জয়ের পর ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে ডান্সে করেন কিটারোভিচ৷ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের ডান্সের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

সম্পর্কিত খবর

    অতিরিক্ত সময়ে মান্দজুকিচের গোলে ইতিহাস গড়ে ক্রোয়েশিয়া৷ শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া সত্ত্বেও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোটরা৷

    ৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে ১-০ দেন ট্রিপিয়ার৷ ৬৮ মিনিটে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ব়্যাকিটিচরা৷ নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে৷ ১০৯ মিনিটে মান্দুকিচের ঐতিহাসিক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া৷

    এরপরই ড্রেসিংরুমে ফিরে এসে ক্রোয়েশিয়ান ফুটবলারদের সঙ্গে বিশ্বকাপ ফাইনালে ওঠা সেলিব্রেট করেন কিটারোভিচ৷ মদ্রিচদের সঙ্গে ডান্স করতে দেখা যায় ক্রোট প্রেসিডেন্টকে৷

    অবশ্য এর আগে শেষ আটের লড়াইয়ে রাশিয়াকে হারানোর পরও ড্রেসিংরুমে এসে ক্রোয়েশিয়ার ফুটবলারদের প্রত্যেককে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়েছিলেন কোলিন্দা৷ সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে৷ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ম্যাচগুলিতে দলের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থেকেছেন ক্রোট প্রেসিডেন্ট৷গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন দলের ফুটবলারদের৷রবিরা ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দেশের সমর্থনেও একইভাবে গলা ফাটাবেন ক্রোট প্রেসিডেন্ট৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close