• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মেসি-রোনালদো নেই, তবু বিশ্বকাপ ফাইনালে বার্সা-রিয়াল কানেকশন

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১০:৩১
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে মেসি-রোনালদো দ্বৈরথ! স্বপ্নের সেই ম্যাচ হতে পারত কোয়ার্টার ফাইনালেই৷ স্বপ্নের ম্যাচের সলিলসমাধি হয় ৩০ জুন৷ প্রি-কোয়ার্টারে একই দিনে রাশিয়ায় ইন্দ্রপতন হয় দুই তারকার৷ ছিটকে যায় আর্জেন্টিনা-পর্তুগাল৷ নিট ফল বার্সা-রিয়াল সমর্থকরা অনেকেই সেদিন থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে একেবারে স্পিক টি নট! ফাইনালের আগে অবশ্য সেই সব ফ্যানেরাই জেগে উঠেছেন৷ ফাইনালে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচে যে বার্সা-রিয়ালের ছাঁয়া৷ সে জন্যই নতুন উদ্যামে তাঁদের প্রিয় বার্সা-রিয়াল তারাদের জন্য গলা ফাটাচ্ছেন অনুরাগীরা৷ স্বপ্নের ম্যাচ না পেলেও স্বপ্নের ক্লাবের ফুটবলারদের ফাইনালে পাচ্ছে সমর্থকরা৷

বিশ্বকাপ ফাইনালে স্প্যানিশ লিগের তারকাদের ছড়াছড়ি৷ লুজনিকিতে ক্রোয়েশিয়া বা ফ্রান্স যে দলেই চ্যাম্পিয়ন হোক না কেন, বিশ্বকাপ ট্রফি উঠতে চলেছে বার্সা বা রিয়াল মাদ্রিদে খেলা কোনও এক ফুটবলারের হাতে৷

সম্পর্কিত খবর

    কীভাবে?

    ফ্রান্সের সেমিফাইনালের নায়ক স্যমুয়েল উমতিতি ক্লাব ফুটবলে খেলেন বার্সেলোনায়৷ ফ্রান্স দলে রয়েছেন বার্সায় খেলা উসমান দেম্বেলেও৷ ফাইনালের অন্য প্রতিপক্ষ ক্রোয়েশিয়া শিবিরের ইভান রাকিটিচও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সদস্য৷ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ আবার খেলেন রিয়াল মাদ্রিদে৷ ফ্রান্স শিবিরের রাফায়েল ভারানেও খেলেন রিয়ালে৷ ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া লড়াইয়ের মাঝে তাই লুকিয়ে রয়েছে বার্সা-রিয়াল কানেকশন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close