• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমি স্বপ্নেও এতোটা ভাবিনি

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৫:২৫
স্পোর্টস ডেস্ক

খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের মাত্র এক ধাপ পেছনে রয়েছেন দিদিয়ের দেশ্যম। আর তা করতে পারলে এই অর্জনে তিনি হবেন পৃথিবীর তৃতীয় ব্যক্তি। ফ্রান্সের এমন সাফল্য সম্পর্কে এমবাপ্পে জানালেন, তিনি তার পাগলাটে ধরণের স্বপ্নেও ফ্রান্সের এইরকম সাফল্য কল্পনা করেননি।

১৯বছর বয়সী তারকা এমবাপ্পে এবারের বিশ্বকাপে যেন অপ্রতিরোধ্য। গতি এবং ফিনিশিং দক্ষতায় রাশিয়া বিশ্বকাপের আলো নিজের দিকে টেনে নিয়েছেন। আর্জেন্টিনা, উরুগুয়ে এবং বেলজিয়ামের মতো তিন মহাশক্তিশালী দলকে হারিয়ে এই মুহূর্তে উড়ছেন এমবাপ্পে।

সম্পর্কিত খবর

    ২০১৭ মৌসুম থেকে ফুটবল অঙ্গনের লাইম লাইট চলে আসে তাকে ঘিরে। মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে যোগ দেন পিএসজিতে। এরপর বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন জাতীয় দলের জার্সি গায়ে। বেলজিয়ামকে হারানোর পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আমার বুনো স্বপ্নেও এতটা ভাবিনি। আমি একজন স্বপ্নবাজ। আর এটা (বিশ্বকাপ) আমার সারাজীবনের স্বপ্ন। আমরা আমাদের স্বপ্নের পথে মাত্র এক ধাপ পিছিয়ে। তবে আমরা এরই মধ্যে যা করেছি তা গর্বের বিষয়।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close