• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ব্রাজিলের কাছে হারলে ভালো হতো: কুর্তোয়া

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১১:০৮
স্পোর্টস ডেস্ক

এক হেডেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। প্রথম সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির দুরন্ত হেডে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা। স্বাভাবিকভাবেই মন ভালো নেই বেলজিয়াম দলের। মন ভালো নেই বেলজিয়ান ফ্যানদের। তবে এই বিদায়বেলায় বিস্ফোরক মন্তব্য করেছেন বেলজিয়ান গোলদুর্গের রক্ষক কুর্তোয়া।

গোল্ডেন গ্লাভসের দৌঁড়ে থাকা বেলজিয়ান গোলরক্ষকের পারফরম্যান্স নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। কিন্তু সেমিফাইনালের পর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ তার মতে, এর চেয়ে ব্রাজিলের কাছে হারলে ভালো হতো।

বেলজিয়ামের গোলরক্ষক বলেছেন, ফ্রান্স ফুটবল সংস্কৃতির পরিপন্থী একটা দল। শুধু এটুকু বলেই থামেননি তিনি ৷

আসলে সেমিফাইনাল ম্যাচে বেলজিয়াম যেভাবে দাপটের সঙ্গে ফুটবল খেলেছে তাতে হার হয়তো তাদের প্রাপ্য নয় এমনটাই মত বেলজিয়ান গোলদুর্গের রক্ষকের। তিনি বলেছেন, ফ্রান্সের আপফ্রন্টের প্লেয়াররা ৩০ মিটারের মধ্যে খেলা। এছাড়াও তার ম্যাচ অবজারভেশন বলছে ফ্রান্স গোটা ম্যাচে ডিফেন্স ছাড়া কিছু করেনি। শুধু একটি সেটপিসেই হেড দিয়েছে আর তাতেই ফাইনালের টিকিট পেয়ে গেছে।

/অ-ভি

ব্রাজিল,বেলজিয়াম,রাশিয়া,বিশ্বকাপ,ফ্রান্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close