• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সন্ধ্যায় বেলজিয়ামের মুখোমুখি তিউনিশিয়া

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১৩:৪৩ | আপডেট : ২৩ জুন ২০১৮, ১৩:৪৬
স্পোর্টস ডেস্ক

সোনালি প্রজন্মের এক ঝাঁক ফুটবলার সমৃদ্ধ বেলজিয়াম বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে।রাশিয়া বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে তিউনিশিয়া। মস্কোর স্পাতার্ক স্টেডিয়ামে শনিবার ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিউনিশিয়ার বিপক্ষে মাঠে খেলতে নামবে বেলজিয়াম।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে বেলজিয়াম।তিউনিশিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। শক্তির দিক দিয়ে তিউনিশিয়া থেকে অনেক এগিয়ে বেলজিয়াম।তারপরও তিউনিশিয়াকে মোটেই হালকাভাবে নিচ্ছেনা বেলজিয়াম। অপরদিকে উল্টা চিত্র তিউনিসিয়ার দলে। প্রথম ম্যাচে আশা জাগিয়েও ইংলিশদের কাছে হারে তিউনিসিয়া। তাই আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। সবকিছু মিলিয়ে নিজেদের সেরাটা দিয়েই বেলজিয়ামকে হারাতে চাইবে দেশটি।

সম্পর্কিত খবর

    পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন

    বেলজিয়াম-তিউনিশিয়া ম্যাচে ইতিহাস বেলজিয়ামের পক্ষেই। এখন পর্যন্ত বিশ্বকাপে রেড ডেভিলসরা যেমন কোনো আফ্রিকার দলের কাছে হারেনি তেমনি তিউনিশিয়াও কখনও কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জিততে পারেনি। সবশেষ বাছাই পর্বের দেখায়ও বেলজিয়ামের কাছে হারে তিউনিশিয়া। তাছাড়া বিশ্বকাপে নিজেদের সবশেষ ১০ ম্যাচে অপরাজিত বেলজিয়াম। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের সবশেষ ১২ ম্যাচে জিততে পারেনি তিউনিশিয়া। চতুর্থবারের মত আজ মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও তিউনিশিয়া। আগের তিন দেখায় দুই দলই এক ম্যাচে জয় পায়।

    বেলজিয়ামের বিপক্ষে দলে পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তিউনিশিয়ার কোচ নাবিল মালোউল। তার চিন্তা প্রতিপক্ষের মিডফিল্ড নিয়ে। সেই সাথে প্রথম ম্যাচে হারের ফলে অনেকটাই চাপে আছে তার দল, ‘অবশ্যই প্রথম ম্যাচের পর আমরা কিছুটা চাপে আছি। এই ম্যাচে জয় ছাড়া আমাদের কোন বিকল্প নেই। আমার মতে, বেলজিয়াম এই গ্রুপের সেরা দল। আমাদের দলে কিছু পরিবর্তন আসবে। ইডেন হ্যাজার্ড ও তাদের দলের মিডফিল্ডাররা খুবই ভাল।’

    দুই দলের সম্ভাব্য একাদশ:

    বেলজিয়াম একাদশ: থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ইয়ান ভেট্রোনঘেন, অ্যালেক্স উইটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের, দ্রেদ্রিক বয়োতা।

    তিউনিশিয়া একাদশ : মোয়েজ হোসেন (গোলরক্ষক), ইয়াসিন মেরিয়াহ, সিয়াম বিন ইউসুফ, আলি মালোল, দাইলান ব্রুন , ফেরজানি সাসি, ইলিয়াস এসখিরি, আনিস বদ্রি, ফখরুদ্দিন বিন ইউসুফ, নাইম স্লিতি, ওয়াহবি খাজরি। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close