• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ০১:৫৩ | আপডেট : ২২ জুন ২০১৮, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আজেন্টিনার। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর আর্জেন্টাইনদের আর খুঁজে পাওয়া গেল না। ৩-০ গোলে হেরে গেল মেসির দল। দুর্দান্ত জয়ে এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়াপ্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মেসির দল। বাংলাদেশে মেসির কোটি ভক্তকে কাঁদিয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে গেল বড় ব্যবধানে। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জটিল সমীকরণে নামতে হবে আর্জেন্টিনাকে, যে সমীকরণ মেলানো অনেকটা অসম্ভবই বলা চলে।

সম্পর্কিত খবর

    নিজনি নভগোরোদে বৃহস্পতিবার রাতে ৩-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোল পায়নি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কেউই। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরোর মারাত্মক ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়িয়েছেন লুকা মদ্রিচ। যোগ করা সময়ে বড় জয় নিশ্চিত করেন ইভান রাকিতিচ। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া খেলেছে প্রায় সমানতালে। তবে গোলের বেশি সুযোগ পায় আর্জেন্টাইনরাই। এর মধ্যে খেলার ৩১ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও জালে পাঠাতে পারেননি মিডফিল্ডার এনসো পেরেস । প্রথমার্ধের শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো আন্তে রেবিচ বল পেয়ে যান। কিন্তু বারের অনেক ওপর দিয়ে বল মেরে দলকে হতাশ করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্নায়ুর চাপে ফুটবল খেলাটাই যেন ভুলে যান হোর্হে সাম্পাওলির দল। খেলার ৫৩ মিনিটে গোলকিপার কাবাইয়েরো মারাত্মক ভুলের খেসার দিতে হয়ে আর্জেন্টিনাকে। গাব্রিয়েল মের্কাদোর ব্যাকপাস ক্লিয়ার না করে বলটি আবার তার কাছে ঠেলে দেন কাবাইয়েরো। কিন্তু তার আগেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন রেবিচ। নিখুঁত ভলিতে কাবাইরোর মাথার উপর দিয়ে বল জালে পাঠান ক্রেরয়শিয়ার এই ফরোয়ার্ড (১-০)। ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচ (২-০)। খেলা শেষ হওয়ার আগে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকেন ইভান। প্রতি আক্রমণ থেকে একটি শট ঝাঁপিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক। ফিরতি শটে রাকিতিচ বল জালে পাঠাতে ভুল করেননি। বিশ্বকাপে এই প্রথম লাটিন আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো জিতল ক্রোয়েশিয়া। পুরো খেলায় ফুটবল জাদুকর লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। অবশ্য তাকে কড়া পাহারায় রাখে ক্রোয়েশিয়ান ডিফেন্স। খেলা শেষের দিকে ম্যাচ হাতছাড়া নিশ্চিত হওয়র পর আর্জেন্টাইনদের বল প্রয়োগে খেলার চেষ্টা করতে দেখা যায়। আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ১৯৭৪ আসরের পর প্রথমবারের মতো নিজেদের শুরুর দুই ম্যাচে কোনো জয় পেতে ব্যর্থ হল। ২০০২ সালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে এই হারের পর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চাবি আর নিজেদের কাছে রাখতে পারল না মেসির দল। আর্জেন্টিনার সামনে অবশ্য এখনও জটিল সমীকরণের একটা সুযোগ আছে। আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই সময়ে আইসল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এর আগে আগামী কাল শুক্রবার আইসল্যান্ড মুখোমুখি হবে নাইজেরিয়ার। এই ম্ ম্যাচ ড্র হলে এবং পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারলে ভাগ্য খুলে যেতে পারে আর্জেন্টিনার। তবে নিজেদের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে অবশ্যই আর্জেন্টিনাকে জিততে হবে। ডি গ্রুপে ২ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ক্রোয়েশিয়া। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে আইসল্যান্ড। তারপরে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। ১ ম্যাচে ১ হার নিয়ে শূন্য পয়েন্টে সবার নিচে নাইজেরিয়া।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close