• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সেনেগালের সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কারের দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৫:৩৪ | আপডেট : ২০ জুন ২০১৮, ১৫:৩৬
স্পোর্টস ডেস্ক

মাঠে পোল্যান্ডকে ‘সুইপ’ করার পর গ্যালারিতে সুইপিং সেনেগাল ফ্যানেদের৷ বিশ্বকাপ দেখল এমনই নজির৷২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে অভিষেক হয় সেনেগালের। প্রথম বিশ্বকাপেই তাক লাগিয়ে দিয়েছিল তারা।

পোল্যান্ড-সেনেগাল ম্যাচ শেষ হতেই স্পার্টাক স্টেডিয়ামের গ্যালারির একটি অংশের সেনেগাল ভক্তরা আর্বজনা পরিষ্কার অভিযানে নেমে পড়েন৷ ফুড প্যাকেট থেকে শুরু করে ড্রিঙ্কসের বোতল, জলের পাউচ, ফেলে দেওয়ার খাবারের অংশ সংগ্রহ করতে নেমে পড়েন সাদিও মানের দেশের সমর্থকরা৷ বাকেট সিটের নীচ থেকে আর্বজনা সংগ্রহ করে গ্যালারি পরিষ্কার করতে দেখা যায় তাঁদের৷ সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷

সম্পর্কিত খবর

    অতীতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও গ্যালারি স্বচ্ছ রাখতে এগিয়ে এসেছিলেন ফুটবল সমর্থকরা৷ ভারতে আয়োজিত হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দেখা গিয়েছিল এমন দৃশ্য৷ সিটি অফ জয়ের সেরা আকর্ষণ যুবভারতী স্টেডিয়ামকে স্বচ্ছ রাখতে ইরাক বনাম মেক্সিকো ম্যাচ শেষে নিজেরাই আর্বজনা পরিষ্কারের কাজে নেমে পড়েছিলেন ফুটবলভক্তরা৷ ভাইরাল হওয়া সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খেলা শেষে গ্যালারি আর্বজনামুক্ত রাখার বিষয়ে বিশ্বের দরবারে নজির গড়েছিল কলকাতা৷ এবার সেই পথে হেঁটে সেনেগাল বিশ্বমঞ্চে নতুন নজির গড়ল৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close