• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেয়েদের দল ঘোষণা

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৪:০৬
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের কারণে দলে খুব একটা পরিবর্তন আনা হয়নি। এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড থেকে শুধু মাত্র ফেরদৌস সুমনাকে বাদ দিয়ে সাজানো হয়েছে স্কোয়াড।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সালমাদের এখনো নিশ্চিত হয়নি বিশ্বকাপ। বাছাই পর্বের মাধ্যমেই তাদের নিশ্চিত করতে হবে মূল আসর।টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু করবে সালমা-রোমানারা। এরপরের ম্যাচ গুলোতে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ যথাক্রমে নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত।

সম্পর্কিত খবর

    টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ নারী দলঃ

    রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম।

    স্ট্যান্ড বাইঃ জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমিন, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close