• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আজও স্পেনের সামনে বাধা পর্তুগাল

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১২:৫৬
স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে স্পেনকে জিততে দেননি এক পর্তুগিজ। এ বার গ্রুপের দ্বিতীয় ম্যাচেও স্পেনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন আর এক পর্তুগিজ। প্রথম জন মহাতারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় জন ধুরন্ধর কোচ। কার্লোস কুইরোজ। রোনাল্ডোর হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই কুইরোজের মগজাস্ত্রকে সামলানোর চ্যালেঞ্জ এখন আন্দ্রে ইনিয়েস্তা, সের্খিয়ো র‌্যামোসদের সামনে। আজ, বুধবার স্পেন নামছে কুইরোজের ইরানের বিরুদ্ধে। তার আগে, মঙ্গলবার কুইরোজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই।

আন্তর্জাতিক কোচিং মহলে কুইরোজের নামটা যথেষ্ট শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হয়। তিনটে জাতীয় দলকে তিনি বিশ্বকাপে কোচিং করিয়েছেন। এ বারে বিশ্বকাপে তাঁর দল ইরান প্রথম ম্যাচেই হারিয়েছে মরক্কোকে। যার পরে আত্মবিশ্বাসী কুইরোজ ইনিয়েস্তাদের এক রকম সতর্ক করে দিয়েই বলেছেন, ‘‘স্পেনের বিরুদ্ধে আমার দল সেরা ম্যাচটাই খেলবে।’’ এই ম্যাচে ইরানের ওপর যে কোনও চাপ থাকবে না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে তাদের কোচের কথায়। কুইরোজ বলেছেন, ‘‘আমাদের কাছে বিশ্বকাপ খেলাটা একটা বিশাল সম্মানের ব্যাপার। আমাদের হারানোর কিছু নেই। আমরা এই ম্যাচটাকে শেখার একটা মাধ্যম হিসেবে দেখছি।’’

সম্পর্কিত খবর

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে স্যর আলেক্স ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছেন কুইরোজ। স্পেন নিয়ে তাঁর বক্তব্য, ‘‘আমরা সবাই জানি স্পেনের কী ক্ষমতা। এও জানি, সেরা খেলাটা খেলতে হবে আমাদের। তার জন্য আমরা তৈরি। শেষে ফুটবল ঈশ্বরই ঠিক করে দেবেন, কে সেরা।’’

    বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন প্রথম ম্যাচে আটকে যাওয়ার পরে এখন একটু সমস্যায়। ইরানের ম্যাচে অঘটন ঘটলে কিন্তু ইনিয়েস্তাদের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। পর্তুগাল ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করা দিয়েগো কোস্তা অবশ্য শুধু পরের ম্যাচ নয়, ভাবতে শুরু করেছেন ফাইনাল নিয়েও। কোস্তা স্বপ্ন দেখেন, বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়ার। ‘‘ব্রাজিলের এই দলটায় আমার অনেক বন্ধু আছে। উইলিয়ান, মিরান্দা। যাদের আমি খুব ভালবাসি। যাদের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। ব্রাজিল বনাম স্পেন যদি ফাইনাল হয়, তা হলে তার চেয়ে ভাল আর কিছু হয় না। সে রকম ফাইনাল হলে, আমি চাইব দারুণ খেলে দেশকে জেতাতে।’’

    স্পেনের হয়ে খেলার আগে ব্রাজিলের হয়েও খেলেছেন কোস্তা। যা নিয়ে তিনি বলেছেন, ‘‘আমি জানি, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল কতটা আবেগের। তবে আমার দেশ বদলানোর ব্যাপারটা পুরনো হয়ে গিয়েছে। সবাই ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছে। তা ছাড়া ব্রাজিলীয়রা খুব ভাল লোক।’’ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close