• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

রাশিয়া-মিশরের প্রথমার্ধ গোলশূন্য সমতা

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ০১:১০ | আপডেট : ২০ জুন ২০১৮, ০২:০৪
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বনাম মিশরের মধ্যকার লড়াইয়ের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে।নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও স্বাগতিক রাশিয়া সুবিধা করতে পারছে না মিশরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ১-০ গোলে উরুগুয়ের হেরে ব্যাকফুটে থাকা মিশর স্বাগতিক দলের মুখোমুখি হয়েছে মোহাম্মদ সালাহসহ পূর্ণ শক্তি নিয়ে।। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।

ম্যাচের শুরু রাশিয়ানদের আক্রমণে কোনঠাসা হয়ে পড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় মিশর। পাল্টা আক্রমণ করে খেলাকে গতিশীল করে তোলে। ম্যাচের ৬ মিনিটেই সামেদভের ক্রস থেকে ইগনাশেভিচ হেড করলে সেটি তালুবন্দী করেন মিসর গোলকিপার এল শেনাউই।

সম্পর্কিত খবর

    ১৬ মিনিটে ত্রেজিগেতের দূরপাল্লার শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচে রাশিয়ানদের আক্রমণে একদম কোণঠাসা হয়ে পড়ে মিসর। খেলার৩৫ মিনিটে গোল পেয়ে যেতে পারতো মিসর। কিন্তু মহসিনের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় তারা। ৪২ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে মোহামেদ সালাহর বাকানো শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দু’দল।

    গ্রুপ ‘এ’র এই ম্যাচে দু’দলই দ্বিতীয়বার বিশ্বকাপে মাঠে নেমেছে। এই ম্যাচে মিশর হেরে গেলে ছিটকে পড়বে প্রথম পর্ব থেকেই।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close