• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দিনের প্রথম খেলায় সুইডেন-দক্ষিণ কোরিয়া মুখোমুখি

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ১৭:৪৭ | আপডেট : ১৮ জুন ২০১৮, ২০:১২
স্পোর্টস ডেস্ক

১২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলছে সুইডেন। নিঝনি নভগোরদ স্টেডিয়ামে বিশ্বকাপের পঞ্চম দিন এসে ইউরোপের অন্যতম সেরা দল সুইডেনের মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ৬টায়।

বিশ্বকাপে এখনও পর্যন্ত ফেবারিটদের প্রায় প্রতিটি দলই হোঁচট খেয়েছে, শুধুমাত্র ফ্রান্স ছাড়া। তারাও হোঁচট খেতে খেতে বেঁচে গেছে।বিশ্বকাপের আসরে এই দু’দল কখনই পরস্পরের মুখোমুখি হয়নি। ১৯৪৮ সালে লন্ডনে ওলিম্পিক গেমসে সুইডেন ১২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। এছাড়া প্রীতি ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে অতীতে খেলেছে। তাই এই ম্যাচে সুইডেন যে এগিয়ে থেকেই খেলা শুরু করবে, তা বলাই বাহুল্য।

যদিও সুইডেন, দক্ষিণ কোরিয়ার গ্রুপ ‘এফ’-এ মেক্সিকোর কাছে অঘটনের শিকার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডে মাত্র এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। শিন তে-ইয়ংয়ের দল এবার সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারে কি না, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশেষজ্ঞরা। সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার গ্রুপেই (এফ) রয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি এবং মেক্সিকো। নক-আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া সুইডেন। মনে রাখতে হবে, এই সুইডেনের সঙ্গে বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে ড্র করেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ছিটকে যেতে হয়েছিল।

সুইডেনের ২৩ সদস্যের চূড়ান্ত দল রবিন ওলসেন (১) (গোলরক্ষক), মিকায়েল লাসটিগ (২), আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট (৪) (অধিনায়ক), লুডউইগ অগাস্টিনসন (৬), পোন্টাস জ্যানসন (১৮), সেবাস্তিয়ান লারসন (৭), আলবিন একদাল (৮), এমিল ফরসবার্গ (১০), ভিক্টর ক্লায়েসন (১৭), মার্কাস বার্গ (৯), ওলা তোইভোনেন (২০)।

দক্ষিণ কোরিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দল জো হিউন উ (২৩) (গোলরক্ষক), লি ইয়ং (২), পার্ক জু হো (৬), কিম ইয়ুং গুন (১৯), জ্যাং হিউন সু (২০), কো জা সেউল (১৩), লি জায়ে-সুং (১৭), সন হিউং মিন (৭), কিম শিন উক (৯), কি সুং ইয়ং (১৬) (অধিনায়ক), ওয়াং হি চান।

/এস কে

বিশ্বকাপ,চ্যাম্পিয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close