• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদের বাজারে বিশ্বকাপের জার্সি

প্রকাশ:  ০৭ জুন ২০১৮, ১৪:১৫
স্পোর্টস ডেস্ক

হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই শুরু হবে উৎসব৷ দেশ জুড়ে পালিত হবে ঈদ-উল-ফিতর৷ বাংলাদেশের ফুটপাত থেকে শপিং মলে ঢুকে পড়েছে অন্য আবহ৷ সামনেই যে রাশিয়া বিশ্বকাপ৷ ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ৷ ৩২ দেশের ফুটবল যুদ্ধে উৎসব ঢুকে পড়েছে বাংলাদেশে৷

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঈদের আগে রমরমিয়ে বিক্রি হচ্ছে বিশ্বকাপ জার্সি৷ অলিতে গলিতে দোকানিরা এখন বিশ্বকাপের জার্সি হাতে দর হাঁকাচ্ছেন৷ দোকানে দোকানে বিক্রি হচ্ছে রঙীন সব জার্সি৷ কোথাও আর্জেন্টিনা তো কোথাও ব্রাজিলের জার্সি কেনার ভিড়৷ কেউ আবার রোনালদোর ভক্ত, কেউ আবার আর্জেন্টিনার। তাই লাল-রঙা পর্তুগাল জার্সি আর আকাশী সাদার প্রতি ঝুঁকেছেন৷ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জার্সির চাহিদাও তুঙ্গে৷ বাংলাদেশে জার্সি বিক্রির হিরিক দেখে বোঝাই দায় এই মৌসুম ঈদের।

সম্পর্কিত খবর

    ফুটপাত হোক বা বড় বড় শপিং মল৷ সব জায়গার দোকানেই মিলছে বিশ্বকাপের সেরা দলগুলির জার্সি৷ শুধু জার্সি নয়, জার্সিতে লেখা রয়েছে প্রতিটি ফুটবলারের নাম৷ রয়েছে তাঁদের ফেভারিট নাম্বারও৷ ঈদে স্বজনদের উপহার দেওয়ার পাশাপাশি প্রিয় দলকে সমর্থন জানাতে জার্সি কিনতে ভিড় বাড়ছে দোকানে৷

    তবে বাজার সমীক্ষা বলছে তুলনামূলক মোট চার ধরনের জার্সি বেশি মিলছে ঢাকা ও ঢাকার বাইরে৷ সেগুলি হল থাই, সেমি থাই, চায়নিজ ও দেশি। এগুলোর মধ্যে ক্রেতারা ‘সেমি থাই’ জার্সিইকেই এগিয়ে রাখছেন৷ পাশাপাশি ছোটদের জন্যও বিভিন্ন মাপের জার্সি রয়েছে।

    বাংলাদেশের ডিসিসি মার্কেট আউট-লেটের ব্যবসায়ী বলেন, ‘ ফুটবল বিশ্বকাপ এলে বিক্রি এমনিতেই জার্সির চাহিদা বেড়ে যায়। তবে এই বছর একই সময়ে ঈদ পড়ে যাওয়ায় বিশেষ প্রভাব পড়েছে৷ তবে বিশ্বকাপ উপলক্ষে হোম জার্সির চাহিদা বেশি৷ সবসময় পড়ার জন্য অ্যাওয়ে জার্সিই সবার বেশি পছন্দ। ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, ফ্রান্স, পর্তুগালের জার্সির চাহিদাও রয়েছে।’

    শুধু যে বাজার থেকেই ক্রেতারা জার্সি কিনতে পারবেন এমন নয়৷ ক্রেতারা চাইলে অনলাইনেও কিনতে পারেন৷ স্পোর্টস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও জার্সি অর্ডার দিতে পারবেন ক্রেতারা৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close