• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘স্মার্ট ঘড়ি’ বিতর্কে পাকিস্তান

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৫:৪২
স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে ছলচাতুরীর আশ্রয় নেওয়ার ঘটনা নতুন কিছু নয় পাকিস্তানী ক্রিকেটে। ২০০৬ বল বিকৃতি কাণ্ড হোক বা ২০১০ সালমান বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমিরের ফিক্সিংয়ে জড়ানোর ঘটনা। বারবার বিভিন্ন ক্রিকেটীয় বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের নাম। এবার আরও একবার তারা বিতর্কের কেন্দ্রে।

সমস্যার মূলে দুই পাকস্তানী ক্রিকেটার। বাবর আজম ও আসাদ শাফিক। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই দু্ইজনই স্মার্টওয়াচ পরে মাঠে নেমেছেন। আইসিসির নিয়মে পরিস্কার বলা রয়েছে, কোনও ক্রিকেটার স্মার্টওয়াচ পরে মাঠে নামতে পারবেন না। কারণ, এই ধরণের ঘড়ির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। ফলে অনলাইন বেটিংয়ে অংশ নেওয়ার অবকাশ থেকে যায়।

পাকিস্তান শিবির থেকে বলা হয়েছে, আইসিসির দুর্নীতিদমন শাখার অফিসার পিটার ওশিয়া খেলার মাঝে তাদের সঙ্গে দেখা করেন।

অবশ্য পাক বোলার হাসান আলির দাবি, আমরা নিয়মটা জানতাম না। তাই মিস্টার ওশিয়াকে বলেছি, এরকম ভুল আর হবে না।

যদিও আইসিসি ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই ঘড়ি নিয়ে বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট টিম। ফিল্ডিংয়ের সময় বাবর ও আসাদের হাতে থাকা স্মার্টওয়াচে ফোকাস করে ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরা। তার পর থেকেই আইসিসি নড়েচড়ে বসে।

অভি

স্মার্ট ঘড়ি,বিতর্ক,পাকিস্তান,আইসিসি,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close