• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাউন্টি খেলবেন না বিরাট

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৪:২৬
স্পোর্টস ডেস্ক

স্লিপড ডিস্কে ভুগছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ সেই কারণে সারের হয়ে প্রথম কাউন্টি ক্রিকেট খেলবেন না তিনি৷ জুলাইয়ে শুরু হবে ‘মেন ইন ব্লু’র ইংল্যান্ড সফর৷ তার আগে ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিরাটসহ কয়েকজন ক্রিকেটারকে ইংল্যান্ডে কাউন্টি খেলার পারমিশন দিয়েছিল বিসিসিআই৷ সারের হয়ে প্রথম কাউন্টি অভিষেক হওয়ার কথা ছিল বিরাটের৷

খার হাসপাতালের একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন বিরাটের চিকিৎসা করে থাকেন৷ তিনিই বিরাটের রোগ নির্ণয় করে জানান ভারত অধিনায়ক কাউন্টি ক্রিকেটে অংশ নিলে অসুস্থতা আরও বেড়ে গিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরতে হতে পারে তাঁকে৷ মুম্বাইয়ের এক সংবাদপত্রের দাবি মত সারের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজের অপারগতার কথা জানিয়েছেন বিরাট৷ যদিও সারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি৷

সম্পর্কিত খবর

    ২০১৭ নভেম্বরে ভারত-শ্রীলঙ্কা সিরিজের সময় থেকেই ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার বিরোধিতা করে আসছেন বিরাট৷ চলতি বছরের শুরুতে আফ্রিকান সাফারির পর প্রায় একমাস ক্রিকেট থেকে ছুটিও পেয়েছিলেন৷ কিন্তু তারপরই আইপিএল, জুনে কাউন্টি এবং জুলাইয়ে ‘মেন ইন ব্লু’র ইংল্যান্ড সফর৷ এই সফর ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী বছর এখানেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই৷ তাই অসুস্থ বিরাট কোনভাবেই রিস্ক নিয়ে বিশ্বকাপের আগে নিজের ক্রিকেট কেরিয়ারের ক্ষতি করতে চাইবেন না এটাই স্বাভাবিক৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close