• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিভিলিয়ার্সের থেকে কী শিখেছিলেন বিরাট?

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪২ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৮
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ডিভিলিয়ার্সের থেকে কী শিখেছিলেন বিরাট কোহালি? যা শিখেছিলেন তা তিনি তাঁর খেলায় কাজেও লাগিয়েছেন। এখন আইপিএল-এর একই দলে খেলছেন দু’জনে। কিছু দিন আগেও দেশের হয়ে সম্মুখ যুদ্ধে নেমেছিলেন দু’জনে। হাড্ডাহাড্ডি লড়াইও ছিল। কথার আক্রমণ ছিল। কিন্তু সেখান থেকেও যে ভাল কিছু পেয়েছিলেন বিরাট তাই খোলসা করলেন এনডি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে।

এই মুহূর্তে আইপিএল-এর সর্বোচ্চ রান তাঁরই ঝুলিতে। আর সেই সর্বোচ্চ স্কোরারই জানিয়েছেন, কী ভাব তাঁর অজান্তেই এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে সাহায্য করেছে। কোহলি বলেন, ‘‘সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি ওর থেকে কিছু শিখেছি এবং সেটা থেকে আমি আমার খেলায়ও পরিবর্তন এনেছি। যেটা আমি এখনও ওকে জানাইনি।’’

সম্পর্কিত খবর

    ১-২এ টেস্ট সিরিজ হারের পর ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৫-১ হারিয়ে দিয়েছিল বিরাট বাহিনী। তার পর টি২০ সিরিজেও ২-১এ জয়। শুরুটা খারাপ হলেও ওই সফরের শেষটা দারুণভাবে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু কী শিখলেন বিরাট? আসলে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে পরিবর্তনই আনলেন এবিকে দেখে।

    বিরাট বলেন, ‘‘আমি যখন ব্যাট করি তখন সারাক্ষণই ব্যাট মাটিতে ঠুকি। ওয়ান ডে বা টি২০তে সেটা কাজ করে। কিন্তু টেস্ট ক্রিকেটে আমি দেখলাম এবির ব্যাটিং একদম নিয়ম মেনে। যে বলে বিট হচ্ছে সে বলও ব্যাটের প্রান্তে লাগছে। আমি তখনই ওর থেকে সেটা দেখি এবং নিজের খেলায় প্রয়োগ করি। তাতে কাজও হয়।’’ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close