• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফের প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০
স্পোর্টস ডেস্ক

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না দক্ষিণ আফ্রিকার। ভারতের সঙ্গে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। পাশাপাশি দলের অন্যতম বড় তারকা কুইন্টন ডি ককও ছিটকে যান। যোগ্য উত্তরসূরি না পেয়ে মাত্র দুই ম্যাচ খেলা এইডেন মার্করামের ওপর অধিনায়কত্বের ভার দেয়া হয়। অনভিজ্ঞ এই তরুণের কাঁধে ৫-১ সিরিজ হারতে হয় ভারতের বিপক্ষে।

শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। জোহানেসবার্গের প্রথমটিতেও ২৮ রান হারতে হয় স্বাগতিকদের। এবার প্রোটিয়া শিবিরের জন্য দুঃসংবাদ হচ্ছে, হাঁটুর চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন এবি ডি ভিলিয়ার্স।

সম্পর্কিত খবর

    এই কারণে প্রথম ম্যাচে নামতেও পারেননি তারকা ব্যাটসম্যান। বাকি দু’টি ম্যাচেও তিনি খেলতে পারবেন না বলে জানা গেছে।দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচের আগের দিন বাঁ হাঁটুতে চোট পান ডি ভিলিয়ার্স। তবে চোট নিয়েই তিনি পঞ্চম ও ষষ্ঠ একদিনের ম্যাচে খেলেন। তবে চোট বাড়ায় শনিবার অনুশীলন করতে পারেননি ডি ভিলিয়ার্স।

    তিনি জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ মার্চ থেকে চার টেস্টের সিরিজ শুরু হবার আগে তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফলে চলতি সিরিজে খেলবেন না ডি ভিলিয়ার্স।

    এর আগে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এর ফলে তিনি প্রথম তিনটি একদিনের ম্যাচে খেলতে পারেননি। ফের চোট পেয়ে দলের বাইরে চলে গেলেন এই ডান-হাতি হার্ড হিটার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close