• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আর্জেন্টিনার আশা দেখছেন না ম্যারাডোনা

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০
স্পোর্টস ডেস্ক

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মনে করেন, রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা ভয়াবহ সমস্যায় পড়তে যাচ্ছে। কারণ অন্য দলগুলো এখন আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না। আর পরের কথা, ভালো মিডফিল্ডার নেই এই দলটিতে। ফলে এ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বেশ কাঠ-খড় পোড়াতে হবে।

জর্জ সাম্পাওলির আর্জেন্টিনা বাছাই পর্বে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। সে ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন। প্রতিবারই মেসি দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে নাইজেরিয়ার কাছে হারে। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা এ ব্যাপারটি মেনে নিতে পারছেন না। ম্যারাডোনা বলেন, এমন কোনো মিডফিল্ডার নেই যার নাম আমি নিতে পারি। বিগলিয়া আছেন। পুরো বিশ্ব তাকে সমীহ করে। আমার কাছে মনে হয় সে সুযোগ পেতে পারে। এখন কল্পনা করতে পারছি না সে কীভাবে জাতীয় দলের জার্সি পরবে? আজ আমার কাছে মনে হয় এক মেসি ছাড়া আর্জেন্টিনা দলকে কেউ সমীহ করে। কেউ আমাদের ভয় পায় না। নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি দেখুন। আপনি ভাবেন আমার সময় এমন ম্যাচ হলে কী হতো। সাম্পাওলি ভাগ্যবান। মেসি যদি জ্বলে ওঠেন তা হলে কোচের সব ভুল ঢেকে যাবে। বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনার সম্ভাবনা ৬০ ভাগ। কেন? আমাদের এমন একজন খেয়োয়াড় রয়েছে (মেসি) যা অন্যদের নেই।

সম্পর্কিত খবর

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close