• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মাইলফলক ম্যাচে রিয়ালের জয়

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৯
স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় বিরল একটি মাইলফলক স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম দল হিসাবে লা লিগার ইতিহাসে ছয় হাজার বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জন করেছে তারা। গত রাতে রিয়াল বেতিসের বিপক্ষে এই ম্যাচে ৫৯তম মিনিটে মার্কো আসেনসিওর গোলে রিয়াল মাদ্রিদ যখন ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তখনই বিরল রেকর্ডটি গড়ে দলটি।

লা লিগায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ যদি টানা হারে এবং রিয়াল যদি টানা জয় পায় তবেই চূড়ায় ওঠা সম্ভব।

সম্পর্কিত খবর

    ম্যাচটিতে ৫-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমে ২৩ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের এটি ১৩তম জয়। ৪৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের দল।

    প্রথমার্ধে দুই গোল খেয়ে বেতিসের বিপক্ষে আবারও হারের শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগার প্রথম পর্বের পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে লসব্লাঙ্কসরা।সেপ্টেম্বরে সান্তিয়াগো বার্নাবুতে প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়নদের একমাত্র গোলে হারিয়েছিল বেতিস।

    এদিন ম্যাচের ১১তম মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরালো শট ঠেকিয়ে দিয়েও বিপদ মুক্ত করতে পারেনি বেটিস গোলরক্ষক আন্তোনিও আদান ফিরতি বল হেডে জালে জড়ান মার্কোস অ্যাসেনসিও।

    ২৫তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড লোরেনের দূরপাল্লার শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণ করতে থাকা স্বাগতিকদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি রিয়াল। মাত্র চার মিনিটের ব্যবধানে দুইবার গোল হজম করতে হয় জিদানের দলকে।

    বিরতির পর পঞ্চম মিনিটে লুকাস ভাসকেসের কর্নারে সার্জিও রামোসের দারুণ হেডে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।৫৫তম মিনিট ওয়েলসের উইঙ্গার গ্যারেথ বেলের একটি শট ঝাঁপিয়ে ঠেকান বেটিস গোলরক্ষক। তাতে কর্নার না দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখতে হয় বেলকে।

    ৫৯তম মিনিটে আসেনসিও দ্বিতীয় গোলে এগিয়ে যায় রিয়াল। কারভাহালের বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন । ছয় মিনিট পর ব্যবধান বাড়িয়ে জয়ের পথ প্রশস্ত করেন রোনালদো। কাসেমিরোর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে আসরে নিজের দ্বাদশ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

    ৮৫তম মিনিটে বাঁদিক থেকে জুনিয়র ফিরপোর দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে ব্যবধান কমিয়ে লড়াই নতুন করে জমিয়ে তোলেন বদলি ফরোয়ার্ড সার্জিও লেওন। তবে অতিরিক্ত সময়ে রোনালদো বদলি হিসেবে নেমে দীর্ঘদিনের গোল খরা কাটালেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজামা। ভাসকেসের পাস ধরে বেটিসের জালে বল পাঠান ফ্রেঞ্চ তারকা।

    এই জয়ে ভ্যালেন্সিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লিগে চতুর্থ অবস্থানে আছে রোনালদোরা। ২৪ ম্যাচে রিয়ালের চেয়ে ১৭ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। মেসি-সুয়ারেজদের পয়েন্ট ৬২। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close