• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বোলারদের কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫১ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৪
স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেবার পর প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যান চন্ডিকা হাথুরু সিংহে। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয়ের পর টেস্ট সিরিজও ১-০তে জিতে নেয় লঙ্কানরা। সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতে নিলো দিনেশ চান্দিমাল নেতৃত্বাধীন দলটি।রবিবার টস জিতে বোলারদের কথা বিবেচনা করে আগে বোলিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু শুরু থেকেই টাইগার বোলারদের কোণঠাসা করে রাখে শ্রীলঙ্কা। ফলে ২১১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা। মাত্র ১৩৫ রানেই অলআউট হয় বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৫ রানের বড় জয় পেয়েছে লঙ্কানরা। ২১১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভার ৪ বলে ১৩৫ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। এই হারের জন্য বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক।

সম্পর্কিত খবর

    ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা বোলিংও ভালো করিনি। এ উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ব্যাটিংয়ের সময় শিশির পড়াটাও ভালো ব্যাপার ছিল। স্পিনারদের জন্যও তেমন কিছুই ছিল না। যদি আমরা তাদের ১৮০ রানের আশপাশে আটকাতে পারতাম। তবে রানটা তাড়া করা যেতো।’

    মাহমুদুল্লাহ বলেন, ‘আমার বিশ্বাস, এ রানটা আমরা তাড়া করতে পারতাম। তবে সেজন্য ভালো একটা শুরু দরকার ছিল। আমরা একের পর এক উইকেট হারাতে থাকি, এতে ছন্দ পাওয়া যায়নি।’

    প্রসঙ্গত, রেকর্ড গড়েই এ ম্যাচ জিততে হতো বাংলাদেশের। কারণ এ সংস্করণে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ১৯৩ রান।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close