• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইতিহাস স্পর্শ করতে পারাটা সবসময় আনন্দের: বিরাট

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৪
স্পোর্টস ডেস্ক

কোহলির হাত ধরেই ২৫ বছরের খরা কাটিয়ে প্রথমবারের জন্য প্রোটিয়া শিবির থেকে ওয়ান ডে ট্রফি আসতে চলেছে ভারতের মাটিতে৷ ইনার ব্যাটের দাপটে তাবড় তাবড় ক্রিকেটাররা স্বীকার করে নিয়েছেন ইনি ‘বিরাট বিশ্বসেরা কোহলি’৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে মাইলস্টোন স্পর্শ করার বিষয়টিকে ‘দারুণ অভিজ্ঞতা’ বলে বর্ননা করলেন তিনি৷

আফ্রিকান সাফারিতে ৬ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে নিয়ে আগেই মাইলস্টোন স্পর্শ করেছিল ভারত অধিনায়ক৷ ১৯৯৩ থেকে ২০১৮ এই ২৫ বছরে কোন ভারতীয় ক্যাপ্টেন দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের হারিয়ে তিনটি ম্যাচ জেতেনি৷ পোর্ট এলিজাবেথ-এ ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেটের ‘ক্যাপ্টেন হট’ আরো একবার ইতিহাসের মাইলফলক ছুঁলেন৷ কোন ভারতীয় ক্যাপ্টেন এই প্রথম সিংহদের ডেরায় সিংহদের মুখ থেকে খাবার ছিনিয়ে নিল৷

সম্পর্কিত খবর

    স্বাভাবিকভাবেই এই সিরিজ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে উৎসাহিত বিরাট বললেন, ‘ইতিহাসে নাম লেখাতে পারাটা সবসময় অসাধারণ৷ টিমের প্রত্যেকটা প্লেয়ার ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে দারুন পারফর্ম করেছে৷’ এর সঙ্গে যোগ করে বিরাট বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ৫-১ জেতা৷’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close