• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আদালতে নিজেকে নির্দোষ দাবি স্টোকসের

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৮
স্পোর্টস ডেস্ক

নাইট ক্লাবে মারপিঠের ঘটনায় মঙ্গলবার আদালতে হাজির হলেন বেন স্টোকস৷ আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন বছর চাব্বিশের ইংল্যান্ড অল-রাউন্ডার৷

নাইট ক্লাবে মারপিঠের ঘটনায় সম্প্রতি অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ মিস করেছেন স্টোকস৷ অস্ট্রেলিয়ার মাটিতে ০-৪ অ্যাশেজ হারে ইংল্যান্ড৷ গত বছর ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে নাইট ক্লাবে মারপিঠের ঘটনায় স্টোকসের সঙ্গে এদিন ব্রিস্টল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির ছিলেন অপর দুই অভিযুক্ত রায়ান আলি ও রায়ান হ্যালে৷ ঘটনাটি ঘটেছিল ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলার পরে৷

সম্পর্কিত খবর

    স্টোকসের বিরুদ্ধে অভিযোগ, এই ঘটনায় ২৭ বছরের আলির চোখের সোকেট ক্ষতিগ্রস্ত হয়৷ ঘটনার সময় স্টোকসের সঙ্গে নাইট ক্লাবে উপস্থিত ছিলেন অ্যালেক্স হ্যালেস৷ যদিও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি৷ কিন্তু অভিযোগের ভিত্তিতেই দলের এক নম্বর অল-রাউন্ডার স্টোকসকে সাময়িক নির্বাসিত করে ইসিবি ও টিম ম্যানেজমেন্ট৷

    আদালতে প্রথম শুনানি ১২ মার্চ৷ স্টোকসের উদ্যেশে বিচারক সিমোন কুপার বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি ব্রিস্টলের ক্রাউন কোর্টেই তোমার ট্রায়াল হবে৷ প্রথম শুনানি ১২ মার্চ৷ তোমার জামিন মঞ্জুর হল৷’ অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে না-গেলেও নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে যান স্টোকস৷ এদিন আদালতে হাজিরা দিতে দেশে ফিরলেও চলতি মাসে নিউজ্যান্ডে ওয়ান ডে সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ড অল-রাউন্ডার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close