• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

অবসরের পর কী ইচ্ছে ছ’ ছক্কার নায়কের

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯
স্পোর্টস ডেস্ক

জাতীয় দলে ফেরার আশা প্রায় শেষ! ২০১৯ বিশ্বকাপের দৌড় থেকে অনেকটা দূরে ২০১১ বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’৷ তাই যুবরাজ সিংয়ের মনে উঁকি দিচ্ছে অবসরের ভাবনা৷ কিন্তু অবসরের পরের ইচ্ছেটাও জানিয়ে রাখলেন ‘পঞ্জাব দা পুত্তর’৷

শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন গত বছর জুনে৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে নর্থ সাউন্ডে ওয়ান ডে ম্যাচে শেষবার যুবিকে দেখা গিয়েছিল ‘মেন ইন ব্লু’ জার্সিতে৷ সম্প্রতি পঞ্জাবের হয়ে মুস্তাক আলি টি-২০ এবং বিজয় হাজারে ট্রফিতে খেললেও বড় রান নেই যুবির ব্যাটে৷ শেষ ১০টি ইনিংসে মাত্র একবার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ছ’ ছক্কার নায়ক৷ যদিও জাতীয় দলে ফেরার আশা এখনও ছাড়েননি যুবরাজ৷

সম্পর্কিত খবর

    ক্যানসার যুদ্ধে জয়ী হয়ে বাইশ গজে ফেরার নায়কের প্রথম ইচ্ছা, মারণ রোগের বিরুদ্ধে নিজের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ নিয়ে কাজ করা৷ পাশাপাশি ছোটদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকে কোচিং করানোর ইচ্ছে রয়েছে টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতির৷ যুবি বলেন, ‘ছোটদের সঙ্গে কাজ করতে ভালো লাগে৷ সেই কারণে কোচিং করানোর ইচ্ছে রয়েছে৷ সমাজের পিছিয়ে পড়া শিশুদের স্পোর্টস ও শিক্ষার আলো দিতে চাই৷ কারণ স্পোর্টসে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’

    জাতীয় দলে ব্রাত্য হলেও একাদশ আইপিএল-এ দেখা যাবে ৩৬ বছরের যুবিকে৷ নিলামে দু’টি কোটি টাকায় যুবরাজকে কেনে প্রীতি জিন্টার কিংস ইলেভন পঞ্জাব৷ তবে কোনও আক্ষেপ নিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চান না যুবি৷ তিনি বলেন, ‘কোনও আক্ষেপ নিয়ে ক্রিকেটকে গুডবাই জানাতে চাই না৷ আমার মধ্যে আরও কয়ক বছর খেলা রয়েছে৷ কারণ আমি এখনও খেলাটা উপভোগ করি৷ দেশের হয়ে হোক বা আইপিএল দু’টোই খেলতে চাই৷ এখনও দেশের হয়ে খেলার মোটিভেশন পাই৷ মনে হয় আরও দু-তিনটি আইপিএল খেলতে পারব৷’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close