• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এগিয়ে গেল নিউজিল্যান্ড

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭
স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার ইংল্যান্ডকে ১২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে কিউইদের এটি প্রথম জয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার।

এদিন ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের দেয়া ১৯৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে ৪০ বল খেলে ৫৯ রান করেন ডাউইড মালান। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ২টি, মিচেল স্যান্টনার ২টি, টিম সাউদি ১টি ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

সম্পর্কিত খবর

    টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাচঁ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৬ বল খেলে ৭২ রান করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইলিয়ামসনের এটি অষ্টম হাফ সেঞ্চুরি।

    উইলিয়ামসন ছাড়াও হাফ সেঞ্চুরি করেন ওপেনার মার্টিন গাপটিল। ৪০ বল খেলে ৬৫ রান করেন তিনি।ইংলিশদের পক্ষে মার্ক উড ২টি, ক্রিস জর্ডান ১টি ও আদিল রশীদ ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন কেন উইলিয়ামসন।

    সংক্ষিপ্ত স্কোর

    ফল: ১২ রানে জয়ী নিউজিল্যান্ড।

    নিউজিল্যান্ড ইনিংস: ১৯৬/৫ (২০ ওভার)

    (মার্টিন গাপটির ৬৫, কলিন মুনরো ১১, কেন উইলিয়ামসন ৭২, কলিন ডি গ্র্যান্ডহোম ০, মার্ক চ্যাপম্যান ২০, রস টেইলর ১*, টিম সেইফার্ট ১৪*; ডেভিড উইলে ০/৩৬, মার্ক উড ২/৫১, ক্রিস জর্ডান ১/৩৪, লিয়াম প্লানকেট ০/৩৩, আদিল রশীদ ২/৩৬)।

    ইংল্যান্ড ইনিংস: ১৮৪/৯ (২০ ওভার)

    (জ্যাসন রয় ৮, আলেক্স হেলস ৪৭, ডাউইড মালান ৫৯, জেমস ভিন্স ১০, জস বাটলার ২, স্যাম বিলিংস ১২, ডেভিড উইলে ২১, ক্রিস জর্ডান ৬, লিয়াম প্লানকেট ০, আদিল রশীদ ৮*, মার্ক উড ৫*; ট্রেন্ট বোল্ট ২/৪৬, মিচেল স্যান্টনার ২/২৯, টিম সাউদি ১/৩০, ইশ সোধি ২/৪৯, কলিন মুনরো ০/১১, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১৫)।

    প্লেয়ার অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close