• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জোট ও সংলাপ নিয়ে যা বললেন ফারুকী

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ১৬:১৯
মোস্তফা সরয়ার ফারুকী

ব্যাপারটা মোটেও কিন্তু এরকম না যে, এই সব জোট-ফোটে আমাদের কিছু আসে যায় না, বা এই সব সংলাপে কিবা যায় আসে আমাদের, বা রাজনীতি আমাদের বিষয় না।

এটা দুইশো পারসেন্ট আমাদের বিষয়। কারন এগুলোর মাধ্যমেই নির্ধারিত হচ্ছে আমাদের ব্যাংক-ব্যবসা-বানিজ্যের কী হবে, আমরা নিরাপদে পথে চলতে পারবো কিনা, আমাদেরকে জঙ্গীর বোমায় মরতে হবে কিনা, আমরা গুম হয়ে যাবো কিনা, আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরদিন আমাদের লাশ পথের ধারে পড়ে থাকবে কিনা, আমার নাগরিক অধিকার বুঝে পাবো কিনা, বিচারালয়ে প্রভাবমুক্ত বিচার পাবো কিনা, আমাদের শিল্প-সংস্কৃতি চাপ মুক্ত থাকবে কিনা, মন খুলে কথা বলা যাবে কিনা, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি চলবে কিনা, দেশে আর কোনো গ্রেনেড হামলা হবে কিনা, বিরোধী মতের উপর নির্মূল অভিযান চলবে কিনা, আমাদের ভবিষ্যত প্রজন্ম একটা সংঘাতমুক্ত বাংলাদেশ দেখবে কিনা।

সম্পর্কিত খবর

    ফলে আমাদের চোখ খোলা রাখতে হবে এই সংলাপের প্রতি, আশা নিয়ে তাকিয়ে থাকতে হবে আমাদের প্রধান দুই রাজনৈতিক জোটের দিকে।

    প্রিয় সিনিয়রস, আমরা তাকিয়ে আছি আপনারা আমাদেরকে কোন বাংলাদেশের ব্লু প্রিন্ট দেন তার দিকে।

    (লেখকের ফেসবুক স্ট্যাটাস)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close