• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আমার অপরাধ আসলে অনেক

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৩ | আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪
মোস্তফা সরয়ার ফারুকী

বছরের বারো মাসই সেটা টের পাই। তবে পদে পদে টের পাই ফেব্রুয়ারি আসলে। “বাংলা ভাষার যে দুরবস্থা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন না আপনার কাজে অপ্রমিত ভাষার ব্যবহারের কারণে এটা হয়েছে?” এইগুলার উত্তরে বহু যুক্তি দেখাইছি। এখন আর এইসব বিতর্কে যাই না। কারন আমাদের যুক্তির উত্তরে তাদের কাছ থেকে কোনো যুক্তি পাই নাই, গাজোয়ারি কথা ছাড়া।

আজকেও একজন সজ্জন সাংবাদিক এই বিষয়ে সাক্ষাত্কার নেয়ার জন্য ফোন দিয়েছেন। বিনয়ের সাথে মানা করেছি। বলেছি, আমাদের যুক্তিগুলা খন্ডাইয়া নতুন কিছু যদি উনারে বলেন তাহলে আবার কথা বলবো। নাহলে, নো মোর ইন্টারভিউ।

সম্পর্কিত খবর

    আরো অনেক কথা হয়েছে তার সঙ্গে।তার পর ফোন রেখে ভাবলাম, আমার আসলে অপরাধ অনেক।

    আমি অভিনয় শেষ করে দিয়েছি কারন আমি, কারো কারো ভাষায়, রাস্তাঘাট থেকে মানুষ ধরে অভিনেতা বানিয়েছি। যে অভিনয় শম্ভু মিত্র-উৎপল দত্তরা করতেন, “তার কি ছিরি বানিয়েছি আমি”! কি সুন্দর পজ দিয়ে দিয়ে, নাটকীয় উত্থান পতনের মধ্য দিয়ে সংলাপ বলা হতো আগে, আজকে কি সব ন্যাচারাল অ্যাক্টিংয়ের নামে সব শেষ করে দিলাম! তারেক মাসুদ বেশি বুঝতেন বলেই লিখছিলেন, আমি নাকি কলাগাছ দিয়াও ভালো অভিনয় করাতে পারি। বাকোয়াজ কথা।

    চলচ্চিত্রের যে মহত্তম চেহারা পুরাতনপন্থীরা খুঁজে পেতেন বা পান সত্যজিৎ-মৃনাল-বা আরো আরোতে, সেটার কিরকম অধঃপতন হলো “এই ফারুকীর হাতে”!

    আগে কিরকম আদর্শ নায়ক চরিত্র ছিলো। আর “এই ফারুকীর” নায়কেরা-নায়িকারা মিথ্যা বলে, সঙ্গীর সাথে প্রতারনা করে। এই নায়কেরা-নায়িকারা দূর্বল, ভীরু! এদের কাছ থেকে জাতি কি শিখবে?

    কি সুন্দর করে প্রেম করতেন উত্তম-সুচিত্রারা, এই ফারুকী সেই পবিত্র প্রেমের তেরোটা বাজিয়ে দিলেন “লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে”! কি সুন্দর ছিলো আমাদের সংস্কৃতি জগত। এই “ফারুকী” আইসা বলতে শুরু করলো, সংস্কৃতি কর্মীদের ইসলাম-বিদ্বেষ আর ধর্মীয় রাজনীতিওয়ালাদের পহেলা বৈশাখ বিদ্বেষ আদতে “একই বৃন্তের দুই ফুল”! যে লোক এই কথা বলে, সে কি করে আমাদের সাংস্কৃতিক অংগনের সদস্য হইতে পারে !! যদিও আমারো আগে হুমায়ুন আহমেদ ইসলাম ধর্ম নিয়া আমাদের সংস্কৃতি বিভাগের অ্যালার্জি বিষয়ক কথা বিস্তারিত বলে গেছেন।

    এইরকম অনেক অপরাধ আমার থাকলেও, আসল অপরাধ বোধ হয় একটাই।কেনো আমি নিজেই গাইতে চাইলাম আমার ভাষায়, আমার সুরের গান? কেনো আমি তোতা পাখি হইলাম না? কেনো আমি অচলায়তনে ঝামেলা পাকাইলাম? কেনো আমি নতুন করে ভাবতে গেলাম? আমরা কেনো ভাববো, আমরা তো অনুসরন করবো!

    যেনো সত্যজিৎ রায়কে পছন্দ করলে, সত্যজিতের ফটোকপিই হইতে হবে। তা না হলে সত্যজিৎ অবমাননা (পড়ুন ধর্ম অবমাননা) হবে। যেনো নদীয়া শান্তিপুরের ভাষার বাইরে গেলে বাঙলা আর বাঙলা থাকে নাকি? যেনো উত্তম-সুচিত্রার বাইরে গিয়ে নায়ক নায়িকার প্রেম দেখালে উত্তম-সুচিত্রার অপমান হবে। যেনো নিজের সুর, নিজের ভাষা, নিজের ঢং- এ বড় ঔদ্ধত্য। বাঙাল দেশের চন্ডাল সন্তানের কি তা মানায়? কিন্তু এই বাংলার চন্ডাল সন্তান যে চিরকালই দুর্বিনীত, কোনো বাঁধন “সে মাইনতো ন”!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close