• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

হামলাকারীরা ছাত্রদলের, অপপ্রচার ছাত্রলীগের নামে

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নয়াপল্টনে সংঘর্ষের সময় পুলিশের গাড়ি ভাংচুর ও আগুন দেওয়া দুই যুবকই ছাত্রদলের সদস্য।

হেলমেট পরে গাড়ি ভাঙচুর করা যুবকের নাম জাহিদুজজ্জামান শাওন। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক। এবং পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবকের নাম শাহজালাল খন্দকার (কবির)। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ওই দুইজন ছাড়াও সেদিন সংঘর্ষে যোগ দিয়েছিলেন শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। তাদের মধ্যে রয়েছে ছাত্রদল নেতা শাওন, সোহাগসহ আরও অনেকেই। তাদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার বিএনপির মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনার পর বিএনপি দাবি করে, আগুন দেয়া যুবক এবং হেলমেটধারীরা বিএনপি বা ছাত্রদল নয়, ছাত্রলীগের সদস্য।

তবে, সেদিনের ঘটনার ভিডিও এবং ছবি পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীদের সবাই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী।

/আরাফাত

ছাত্রদল,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close