• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কান্নার জন্য সুদর্শন পুরুষ ভাড়া করছে জাপানি মেয়েরা!

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৫২
আন্তর্জাতিক ডেস্ক

জাপানে এখন অবাক করা রেওয়াজ চালু হয়েছে। এই রেওয়াজ অনুযায়ী, ডিভোর্সের একাকিত্ব কিংবা যেকোনো যন্ত্রণায় চোখ দিয়ে পানি বের হওয়ার আগেই অনলাইনে হ্যান্ডসাম ছেলের খোঁজ করছেন তারা। জাপানিদের একাংশ মনে করে, একা কান্নার চেয়ে সুদর্শন পুরুষের সামনে কান্নায় মনের ভার লাঘব হয়।

জানা গেছে, এই নতুন ব্যবসা খুলে বসেছেন জাপানি উদ্যোক্তা হিরোকি তেরাই। এদের কাজ হলো সান্ত্বনা দেওয়ার জন্য মেয়েরা কাঁদলে ঝকঝকে চেহারার সুপুরুষ পৌঁছে যাবে তাদের কাছে। তাদের নামও দিয়েছেন তিনি, ‘হ্যান্ডসাম উইপিং বয়’। জাপানি পরিভাষায় এই পদ্ধতির নাম ‘রুই-কাৎসু’।

এই উদ্যোক্তা জানান, কোনো নারী কাঁদতে চাইলে নিজের নাম দিয়ে অনলাইনে বুক করলেই সেই ঠিকানায় পৌঁছে যাবেন সুদর্শন যুবক। তিনি আরও জানান, কান্না প্রকাশের ঠিকঠাক মাধ্যম বা সুদর্শন পুরুষ পেলে সহজেই তার কাছে মনের ভাব প্রকাশ করা যায় তা অনেক স্বাস্থ্যকর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে এই পদ্ধতি চালু করেছেন হিরোকি তেরাই।

কিন্তু এক্ষেত্রে সুদর্শন পুরুষই কেন জানতে চাইলে তেরাই জানান, সামনে আকর্ষক কেউ থাকলে মানুষ কোথাও জীবনের প্রতি একটু বেশি আশাবাদী হয়। তাই আকর্ষণীয় মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে।

/এআইডি

জাপান,মেয়ে,কান্না
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close