• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কর্মবিরতির নামে চাঁদাবাজি

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ২০:৩৯
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘট না মেনে রাস্তায় নামা মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকদের লাইসেন্স ছিনিয়ে নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় এমন চাঁদাবাজির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পিকেটিংএর ভয়ে সিরাজগঞ্জের আঞ্চলিক সড়ক দিয়ে ওমান প্রবাসী এনামুল হক বগুড়া জেলার কাহালুর বাসিন্দা ঢাকা বিমানবন্দর থেকে প্রাইভেটকারে করে বাড়িতে যাচ্ছিলেন। এসময় কাঠের পুল এলাকায় আসার পর তাদের গাড়িটি থামিয়ে চালকের লাইসেন্স ছিনিয়ে নেন শ্রমিকরা। এ সময় তারা এক হাজার টাকা দাবি করে গাড়িটিকে আটকে রাখেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এমন কর্মকাণ্ড করছেন শ্রমিকরা। গাড়ি আটকে, লাইসেন্স ছিনিয়ে নেওয়ার পর টাকার বিনিময়ে সেগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আলাউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে তার ভাই আলম টয়েটা গাড়িতে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা কাঠের পুল এলাকায় এলে শ্রমিকদের বাধার মুখে পড়েন। এ সময় কয়েকজন শ্রমিক ১৭শ’ টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেন। এদিকে খবর শোনার পর সাংবাদিকরা এলে ওইসব শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, ধর্মঘট না মেনে রাস্তায় গাড়ি বের করলে লাইসেন্স সিজ করার অনুমতি রয়েছে। তবে কেউ যদি চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ওএফ

চাঁদা দাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close