• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পরিবহন কর্মবিরতির প্রভাব পুঁজিবাজারে

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ১৪:৫২ | আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:৫৯
বিজনেস ডেস্ক

শ্রমকিদের দেশব্যাপী পরিবহন শ্রমকিদের ৪৮ ঘণ্টা ‘কর্মবিরতি’র প্রথমদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতি কম দেখা গেছে।

রোববার (২৮ অক্টোবর) ডিএসই ভবন ব্রোকারেজ হাউজগুলোতে ফাঁকা অবস্থা দেখা যায়, কোনো কোনো ব্রোকারেজ হাউজে কেবল ট্রেডাররাই বসে আছেন, বিনিয়োগকারী নেই। আবার কোথাও হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারী এসেছেন, সেখানে ট্রোডাররা এসেছেন দেরি করে।

বিভিন্ন সিকিউরিটিজ সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে এমনিতে শেয়ারবাজারের অবস্থা টালমাটাল। তার ওপর যোগ হয়েছে শ্রমিকদের কর্মবিরতি। ফলে কাছাকাছি এলাকায় থাকা কিছু বিনিয়োগকারী বাজারে এসেছেন। আর হয়তো অতি প্রয়োজনের কারণে দুয়েকজন বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজে আসছেন।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

ওএফ

ডিএসই,সিএসই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close