• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন আজ

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৭:০৪
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বুধবার ডিএসইতে লেনদেন তলানিতে নেমে গেছে। এদিন ডিএসইতে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৪৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৩ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ওএফ

ডিএসই,লেনদেন,সর্বনিম্ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close