• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মন্ত্রিসভায় অর্ধেকই নারী সদস্য!

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৫১
আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় উদাহরণ সৃষ্টি করল ইথিওপিয়া। মন্ত্রীসভার সদস্যদের অর্ধেকই নারী নিয়োগ দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এটা হলো নারীর ক্ষমতায়নে একটি দারুণ ঘটনা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিয়োগ দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ।

আন্তর্জাতিক গন্যমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট আবিই আহমেদের বরাত দিয়ে জানান, নারীরা নেতৃত্ব দিতে পারে না, এই ধারণাকে বদলে দেবে নতুন মন্ত্রিসভা। নারীরা পুরুষের তুলনায় কম দুর্নীতিপরায়ণ এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িত্ব তুলে দেওয়া হয়েছে একজন নারীর হাতে।

আবিই আহমেদ গত এপ্রিলে ক্ষমতায় আসেন। এরপর থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন তিনি। সর্বশেষ তিনি নারী পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০-এ নামিয়ে এনেছেন।

/এসএফ

আফ্রিকা,মন্ত্রিসভা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close