• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আ.লীগের উচ্ছিষ্ট ও পদ বঞ্চিতরাই জাতীয় ঐক্যে যোগ দিয়েছে’

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ১৫:৪৫
টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগের উচ্ছিষ্ট ও পদ বঞ্চিতরাই জাতীয় ঐক্যে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম।

বৃহস্পতিবার দুপুরে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’ দেলদুয়ার উপজেলা শাখার আয়োজনে ও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় ঐক্যের অধিকাংশ নেতাই আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি। এখন তারা জাতীয় ঐক্যে গেছেন। আমরা যদি প্রশ্ন করি যেই বঙ্গবন্ধু আপনাদের নেতা বানাল, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মুরুব্বি বলে মানল, তার দলে ঠাই দিল সেই নেত্রীর বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হন কিভাবে। যারা এভাবে ষড়যন্ত্র করতে পারে তারা শুধু অনৈক্যের জন্ম দিতে পারে কোন দিন জাতীয় ঐক্যের জন্ম দিতে পারেনা। তাদের নিজ দলেরি ঐক্য নাই, নিজ দলেই তারা অনৈক্যে ও ভাঙ্গন সৃষ্টি করতে চেয়েছেন, তারা কখনই জাতীয় ঐক্যের জন্ম দিতে পারেন না।

তিনি আরও বলেন, আমাদের নেত্রির সঙ্গে যারা বেঈমানি করেছে তারা জাতীয় ঐক্যে গিয়ে জয়েন করেছেন। যারা নিজ নেতৃত্বের সাথে বেঈমানি করে তারা অন্ততপক্ষে জাতীয় ঐক্যে করতে পারেনা। যে ঐক্যের ভিত্তি বেঈমানি হয় তারা কখনই ঐক্য সৃষ্টি করতে পারেনা এটা মনে রাখবেন।

মন্ত্রী বলেন, আজকে তারা বলছেন জনগনের দুঃসময়ে তারা পাশে থাকবে আপনারাতো আপনাদের নেত্রির দুঃসময়ে পাশে ছিলেন না জনগনের দুঃসময়ে কিভাবে পাশে থাকবেন। দলের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াননি আপনারা, নেত্রির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কাজেই আপনাদের দিয়ে কোন ঐক্য সম্ভব নয়। আপনারা যে বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন সেই বিএনপি কারা? যারা শিশু রাসেল কে হত্যা করেছিল, যারা প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যারা এক এগারো জন্ম দিয়েছিল, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল, যারা নেত্রিকে মেরে ফেলার জন্য ৭৫ কেজি বোমা পুঁতে রাখে, যারা ৬৪ জেলায় একসঙ্গে বোমা হামলা করে তাদের সঙ্গে আপনারা জাতীয় ঐক্যের ডাক দেন। এতো রাজনীতি দেউলিয়াপণায় আপনারা ভোগেন যে, আপনারা জঙ্গি সন্ত্রাসী কিছুই দেখেন না। জামায়াতের সাথে যারা রাজনীতি করে তাদের সাথে এক মঞ্চে যান, এতো নেতৃত্বের কাঙ্গাল যারা হয় তারা অন্তত জাতীয় ঐক্য গড়ে তুলতে পারেনা। আমরা দৃঢ কন্ঠে বলতে পারি আওয়ামীলীগ যদি আমাদের কোন পদ পদবি কোন কিছু না দেন তবুও আমরা নেত্রির জন্য রাজপথে থাকব।

শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু হত্যাকারিদের পুরষ্কৃত করেছিল জিয়াউর রহমান। বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়েছিলেন। যতো জঘন্য অপরাধ ততো ভালো প্রমোশন। কাউকে প্রথম সচিব কাউকে দ্বীতিয়, তৃতীয় সচিব করেছিলেন।

শিশু কিশোর পরিষদ দেলদুয়ার উপজেলা শাখার আহবায়ক আলমগীর হোসেন সানীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আলী খান, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রিয় সদস্য ও টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজিদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারন সম্পাদক আলহাজ্ব লায়ন এম. শিবলী সাদিক, দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূঁইয়া প্রমুখ।

তারনা হালিম,আ.লীগ,ঐক্যফ্রন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close