• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতিবন্ধী ভাই-বোনের পড়ালেখার দায়িত্ব নিলেন বদি

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১১:২৪
কক্সবাজার প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে কক্সবাজারের আলোচিত-সমালোচিত সাংসদ আবদুর রহমান বদি এবার দুই প্রতিবন্ধী ভাই-বোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। সাংসদ বদি এর আগেও বেশ কয়েকবার এমন মানববিক কাজ করেছেন। তার নির্বাচনী এলাকা উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে এই দুই প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই-বোনের পড়ালেখাসহ সব ধরনের সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় স্কুলের শিক্ষকদের কাছে জানতে পেরে তাদের দেখে ডেকে মঞ্চে তুলেন। এই দুই ভাইবোন হচ্ছে হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার নুরুল আলমের ছেলে সাইমুন রশীদ ও মেয়ে শামীমা রশীদ। এসময় এমপি বদি তাদের হাতে শিক্ষা সামগ্রী কেনার জন্য নগদ ২০ হাজার টাকাও তুলে দেন।

সম্পর্কিত খবর

    এসময় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী নির্বাচনে নৌকাকে আবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে তাহলেই উখিয়া-টেকনাফের চলমান উন্নয়নগুলো বাস্তবায়ন করা নিশ্চিত হবে।

    পালংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, পালংখালী ইউনিয়ন আওয়ালীগের সভাপতি এমএ মনজুর, সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টোসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close